আন্তর্জাতিক

গাজার 'সেফ জোনে' হামলা, নিহত আরও ৫০ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: হানি আলশায়ের

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরাইলি হামলায় কমপক্ষে আরও ৫০ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। এতে করে অবরুদ্ধ এই ভূখণ্ডে নিহতের সংখ্যা প্রায় ৪৫ হাজার ২৫০ ছাড়িয়ে গেছে। যেখানে আহতের সংখ্যা লক্ষাধিক।

সোমবার (২৩ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এসব তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববার গাজায় স্কুল-হাসপাতাল ও সেফ জোনে বিমান হামলা চালায় ইসরাইল। এতে অন্তত ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। উদ্ধারকারীরা যথাযথ স্থানে যেতে না পারায়, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে। 

গত বছর অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে ৪ হাজার ২৫৯ জনে পৌঁছেছে। চলমান হামলায় আরও অন্তত এক লাখ ৭ হাজার ৬২৭ জন ব্যক্তি আহত হয়েছেন। 

প্রসঙ্গতগত বছরের অক্টোবর মাস থেকে হামাসের হামলার পর ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে নজিরবিহীন হামলা চালিয়ে আসছে ইসরাইলি বাহিনী।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন ফিলিস্তিন | গাজা | ইসরাইল