কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গুচ্ছ ভর্তি ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্যে দিয়ে শেষ হয়েছে ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষা। এতে উপস্থিত ছিল ৯১.৯৩ শতাংশ এবং অনুপস্থিত ৮.০৭ শতাংশ।
আজ শনিবার (২০ আগস্ট) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট ৩ টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা কমিটির আহ্বায়ক ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আমজাদ হোসাইন সরকার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ৩টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ৪ হাজার ৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্তিত ছিলেন ৩ হাজার ৭২৬ জন। ৯১.৯৩ শতাংশ ভর্তিচ্ছু পরীক্ষার্থী অংশগ্রহণ করেন এবং ৮.০৭ শতাংশ অনুপস্থিত ছিল।
বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, আমরা অনেকগুলো হল পরিদর্শন করেছি, পরীক্ষা আগের দুটোর মতো আজকেও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
প্রশ্নপত্রের মানে ব্যাপারে তিনি বলেন, অন্যান্য পরীক্ষায় প্রশ্নপত্রে ফন্টের সমস্যা থাকলেও এবার এটা দেখা যায় নি। সর্বোপরি পরীক্ষা ভালোভাবে সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, গত ৩০ জুলাই ‘ক’ ইউনিটের এবং ১৩ আগস্ট 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।