বৃষ্টি কিছুতেই স্বস্তি দিচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ সফরে। শুরুতে আনঅফিসিয়াল দুটি টেস্ট ঠিকঠাক মতো হয়নি বৃষ্টির বাঁধায়। এবার ওয়ানডে সিরিজের শেষ ম্যাচও একই পথে। দলের সিরিজ নির্ধারণী তৃতীয় আনঅফিসিয়াল ওয়ানডে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে।
প্রথমে ব্যা করতে নেমে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল ৫০ ওভারে করে ২৩৮ রান।জবাবে দল। সিরিজ নির্ধারণী ম্যাচটিতে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ রান স্কোরবোর্ডে জমা না হতেই দুই উইকেট হারায় বাংলাদেশ ‘এ’ ।
বাংলাদেশ ২৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নামলে ১৫.৪ ওভার খেলা শেষে আসে বৃষ্টি। ততক্ষণে ৩ উইকেট হারিয়ে ৬১ রান করে টাইগাররা। এর পর বৃষ্টির জন্য আর একটি বলও মাঠে গড়ায়নি। পরিত্যাক্ত হয় ম্যাচটি। তিন ম্যাচের সিরিজ ড্র হয় ১-১ এ।
সংক্ষিপ্ত স্কোর-
ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল: ৫০ ওভারে ২৩৮/৯ (চন্দরপল ৪৩, জশুয়া ২৩, বিশপ ৬০, গ্রিভস ৩৬, ইমলাক ১৪, আথানেজ ৬, স্প্রিঙ্গার ২৩, চার্লস ৩, ফিলিপ ০, লুইস ৯*, মিন্ডলি ৭*; মুকিদুল ১/৫১, খালেদ ২/৪৩, রাজা ৪/৫০, রকিবুল ১/৪৫)।
বাংলাদেশ ‘এ’ দল : ১৫.৪ ওভারে ৬১/৩ (নাঈম শেখ ৩, সৌম্য ৩০*, সাইফ ২, মিঠুন ২০, শাহাদাত ১*; লুইস ২/১৮, স্প্রিঙ্গার ১/১)।