কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৮ মাস বয়সী আব্দুল্লাহ নামের এক শিশুর ডোবার পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
আজ রোববার (২১ আগস্ট) ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পানিমাছকুটি এলাকায় এই দুঘর্টনা ঘটে। নিহত শিশু ঐ এলাকার শাহিন মিয়ার ছেলে ।
স্থানীয়রা জানান, নিহত শিশু বাড়ীর উঠানে একাই খেলছিলো। খেলতে খেলতে এক সময় সে বাড়ীর পাশের ডোবার পানিতে পড়ে যায়। পরে শিশুটির স্বজন বাড়ীর উঠানে শিশুটিকে দেখতে না পেয়ে চিৎকার শুরু করায় আশে পাশের বাড়ীর লোকজন শিশুটিকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে বাড়ীর পাশে ডোবার পানিতে শিশুটিকে দেখা মাত্র স্বজন ও এলাকাবাসী দ্রুত শিশুটিকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষনা করেন। শিশুর মৃত্যুতে পরিবারসহ ঐ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।