আন্তর্জাতিক

ভারতীয় নাইটক্লাবে সিলিন্ডার বিস্ফোরণে আগুন, নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের উত্তর গোয়ার আরপোরা এলাকায় একটি নাইটক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন পর্যটকও ছিলেন বলে স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার (০৭ ডিসেম্বর) গভীর রাতে ‘বার্চ বাই রোমিও লেন’ নামের ওই ক্লাবে হঠাৎ বিস্ফোরণের পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ভোরে ঘটনাস্থল পরিদর্শন করে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত জানান—৩ জন আগুনে দগ্ধ হয়ে এবং বাকিরা ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে প্রাণ হারিয়েছেন। তিনি ঘটনায় গভীর শোক প্রকাশ করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি দল দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বহু প্রাণহানি ঘটে। পুলিশ বলছে, নিহতদের বড় একটি অংশ ক্লাবের কর্মী; পাশাপাশি কয়েকজন পর্যটকও আগুনে নিহত হয়েছেন।

দুর্ঘটনার কারণ যাচাইয়ে তদন্ত চলছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কীভাবে সিলিন্ডার বিস্ফোরণ ঘটল এবং নিরাপত্তা ব্যবস্থায় কোনো গাফিলতি ছিল কি না—সবকিছু খতিয়ে দেখা হবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ভারত #গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ #বিস্ফোরণ