ক্রিকেট

ভারতের কোচ হতে পারলে ভালোই লাগবে: গম্ভীর

ভারতের কোচ হতে পারলে ভালোই লাগবে: গম্ভীর
ভারতের পরবর্তী কোচ হচ্ছেন কে? হয়তো জানা যাবে আর কিছুদিনের মধ্যেই। তবে এর মধ্যে সরব হয়ে উঠেছে ক্রিকেট-পাড়া। বিশেষ করে গৌতম গম্ভীরের সাথে আলোচনা এগিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই)। এই খবর প্রকাশ পাওয়ার পর, উত্তেজনা যেন আরও বেড়েছে। গম্ভীরের আন্তর্জাতিক ক্রিকেটে কোচিং করানোর অভিজ্ঞতা নেই, সেখানের ভারতের কোচ হিসেবে কেমন করেন তিনি- এ ব্যাপারে আগ্রহ আছে অনেকের। এবার এসব নিয়ে নিজের মুখ খুললেন গম্ভীর। সম্প্রতি আবু ধাবিতে একটি অনুষ্ঠানে যোগ দেন গম্ভীর। সেখানে কোচ বিষয়ক প্রশ্ন করা হয় তাকে। তিনি অবশ্য জবাব দিয়েছেন, ‘আমি ভারতীয় দলের কোচ হতে পারলে ভালোই লাগবে। এর চেয়ে সম্মানের আর কিছু হতেই পারে না। নিজের দেশের জাতীয় দলকে কোচিং করানোর চেয়ে বড় সম্মানের কিছুই নেই। আপনি ১৪০ কোটি ভারতীয়দের প্রতিনিধিত্ব করছেন এবং বিশ্বে ছড়িয়ে-ছিটিয়ে থাকা আরও ভারতীয়দেরও। যখন ভারতকে প্রতিনিধিত্ব করছেন, এর চেয়ে বড় কিছু কীভাবে থাকতে পারে?’ গম্ভীরের সাথে বিসিসিআই আলোচনা অনেকটা এগিয়ে নিয়েছে। এমন কথাই শোনা যায়। সেরকম যদি হয়, তার লক্ষ্য কেমন থাকবে- তাও এক আগ্রহের জায়গা তৈরি করেছে জন মানুষের মনে। সেই অনুষ্ঠানে জবাব দিতে হয়েছে এসব প্রশ্নেরও। ভারতকে বিশ্বকাপ জেতাতে সাহায্য করবেন কি না তিনি, এর উত্তরে এই সাবেক ভারতীয় ব্যাটার বলেন, ‘আমার মনে হয় এটা আমি নয় যে ভারতকে বিশ্বকাপ জেতাতে সাহায্য করবে। এটা ১৪০ কোটি ভারতীয়রাই করতে পারে। তারা সবাই যদি আমাদের জন্য প্রার্থনা করে, এবং আমরা তাদের প্রতিনিধিত্ব করি, তাহলে ভারত বিশ্বকাপ জিতবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভয়ডরহীন থাকা এবং হ্যাঁ, ভারতের কোচ হতে পারলে ভালোই লাগবে।‘ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মেন্টরের দায়িত্ব পালন করে বেশ সুনাম কুড়িয়েছেন গম্ভীর। তার অধীনে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে প্লে-অফ খেলেছে। আইপিএলের সবশেষ মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে একই দায়িত্ব পালন করে শিরোপাও ধরা দিয়েছে।   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন ভারতের | কোচ | হতে | পারলে | ভালোই | লাগবে | গম্ভীর