ক্রিকেট

আমরা যেকোনো দলকে, যেকোনো সময় হারাতে পারি: রশিদ খান

আমরা যেকোনো দলকে, যেকোনো সময় হারাতে পারি: রশিদ খান
উগান্ডাকে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করেছে আফগানিস্তান। আফগানদের কাছে একেবারে কোনো পাত্তাই পায়নি দলটি। নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে এসেছে উগান্ডা। স্বাভাবিকভাবেই তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ তারা। এদিকে আফগানদের জয়ে অধিনায়ক রশিদ খান নিজেদের আত্মবিশ্বাসের জায়গা পরিষ্কার করেছেন আরও একবার। গায়ানাতে আফগানিস্তানের বিপক্ষে ১২৫ রানে পরাজিত হয়েছে উগান্ডা। যেখানে প্রথমে ব্যাট করতে নেমে ১৮৩ রানের সংগ্রহ তোলে আফগানরা। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৫৮ রানে অলআউট হয়ে যায় উগান্ডা। বিজয়ী অধিনায়ক রশিদ বলেন, ‘সর্বশেষ বিশ্বকাপ, যা আমাদেরকে অনেক বেশি আত্মবিশ্বাস দিয়েছে। আমাদেরকে এমন বিশ্বাস দিয়েছে, আমরা যেকোনো দলকে যেকোনো সময় হারাতে পারব। প্রতিপক্ষ কী করছে, তার চেয়ে মনোযোগ দেওয়া শিখিয়েছে, আমরা কী করছি।‘ আফগানিস্তানের টি-টোয়েন্টিতে অভিষেক হয় ২০১০ সালে। এরপর নিজেদের উন্নতির দিকে বেশ ভালোই নজর দিয়েছে তারা। সর্বশেষ ৩ আসরে পরবর্তী রাউন্ডে পৌঁছে যায় তারা।   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন যেকোনো | দলকে | যেকোনো | সময় | হারাতে | পারি | রশিদ | খান