ক্রিকেট

'জিতলেই সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ'

'জিতলেই সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ'
জিতলেই সব ঠিক হয়ে যাবে। এমন কথাই বললেন তাসকিন আহমেদ। বাংলাদেশ দলের এখন যে অবস্থা, একটি জয় তো খুব বেশি দরকার- এ নিয়ে দ্বিমত থাকার কথা নয়। আবহাওয়ার কারণে অনুশীলনটা ঠিকঠাকভাবে করে নেওয়া হয়নি। যা কোনো দলই সেভাবে করতে পারেনি বলে জানিয়েছেন তাসকিন। ডালাসে গণমাধ্যমের সাথে মঙ্গলবার কথা বলেছেন এই বাংলাদেশি পেসার। যুক্তরাষ্ট্রের সাথে সিরিজ হার, ভারতের সাথে প্রস্তুতি ম্যাচে আশানুরূপ কিছু খুঁজে না পাওয়া- বাংলাদেশ দলের মানসিক অবস্থা খুব বেশি ভালো থাকার কথা নয়। তবে একটি জয়, অনেক কিছু বদলে দিতে পারে। তাসকিন বলেন, 'কিন্তু আসলে আমরা যদি জিততে পারি, তাহলে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আমাদের উন্নতি নিয়ে কাজ করে যাচ্ছি। আশাবাদী যে জিতলেই সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।' দলগুলো ঠিকভাবে অনুশীলন করতে পারেনি আবহাওয়ার কারণে। এমন কথা বললেন বাংলাদেশি পেসার। বাংলাদেশ দলকেও একইরকম পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। তিনি বলেন, 'শুধু আমরা না। আবহাওয়ার কারণে সব দলই সেভাবে অনুশীলন করার সুযোগ পায়নি। বৃষ্টির কারণে মাঠ ভেজা ছিল বা সুযোগ-সুবিধা তুলনামূলক কম ছিল। যুক্তরাষ্ট্রে যেহেতু নতুন ক্রিকেট হচ্ছে.. আর মানসিক অবস্থা ঠিক আছে। হ্যাঁ, হেরে একটু মোরালি ডাউন ছিলাম।' তাসকিন চোট আক্রান্ত ছিলেন। তবে প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবেন বলে সর্বশেষ খবর থেকে জানা যায়। এমনকি এই পেসার নিজেও তেমনটি জানিয়েছেন, 'প্রায় তিনটা সেশন বোলিং করতে পারলাম। ধীরে ধীরে উন্নতি হচ্ছে এবং পরিকল্পনা অনুযায়ী আগাচ্ছি। ওভারঅল ইমপ্রুভম্যান্টস অনেক ভালো মাশাআল্লাহ। আশা করছি যে প্রথম ম্যাচ থেকেই পারব।'   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন জিতলেই | ঠিক | হয়ে | ইনশাআল্লাহ