ক্রিকেট

সাকিব আবারও শীর্ষ অলরাউন্ডার

সাকিব আবারও শীর্ষ অলরাউন্ডার
কোনো ম্যাচ না খেলেই আবার শীর্ষস্থানে উঠে গেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা এক নম্বর অলরাউন্ডার হিসেবে জায়গা করে নেন। যেখানে সাকিব নেমে যান দুইয়ে। তবে হাসারাঙ্গা পয়েন্ট খোয়ানোতে আবারও আগের জায়গা ফিরে পেলেন সাকিব। মে মাসে সাকিব ও হাসারাঙ্গার পয়েন্ট ছিল সমান। এমনকি দুজনে যৌথভাবে শীর্ষস্থানে উঠে এসেছিলেন। বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ খেলে বাংলাদেশ। সেখানে সাকিবের রেটিং পয়েন্ট কমে যায়, নেমে যায় ২২৩ এ। সেসময় হাসারাঙ্গা দখল করে নেন জায়গাটি। সোমবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলে শ্রীলঙ্কা। যেখানে হাসারাঙ্গা ৩.২ ওভার বল করে ২২ রান দিয়ে ২ উইকেট সংগ্রহ করেন। তবে ব্যাট হাতে দুই বল খেলে ফিরে যান শূন্য রানে। এই পারফরম্যান্সের কারণে হাসারাঙ্গার রেটিং এখন ২২২ এ। সাকিব অবস্থান করছেন ২২৩ এ।   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন সাকিব | আবারও | শীর্ষ | অলরাউন্ডার