আন্তর্জাতিক

সরকার গঠনের কৌশল নিয়ে বৈঠকে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়াজোট

সরকার গঠনের কৌশল নিয়ে বৈঠকে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়াজোট
সরকার গঠনের সম্ভাব্য কৌশল নিয়ে আলোচনা করতে বৈঠকে বসেছেন ভারতের বিরোধী দল কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়াজোটের নেতারা। বুধবার নয়াদিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বাসভবনে ওই বৈঠক শুরু হয়েছে। কংগ্রেস সংসদীয় পার্টির চেয়ারপারসন সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীও বৈঠকে যোগ দিয়েছেন। পাশাপাশি জোটের অন্যান্য নেতা বৈঠকে যোগ দিচ্ছেন। গেলো মঙ্গলবার ভারতের ৫৪৩ আসনের লোকসভার চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনে নরেন্দ্র মোদির রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। দেশটিতে সরকার গঠনের জন্য ২৭২ আসনের সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হলেও বিজেপি এককভাবে ২৪০ আসন পেয়েছে। এখন সরকার গঠনের জন্য এনডিএ জোটের শরীকদের ৫৩ আসনের ওপর নির্ভর করতে হচ্ছে বিজেপিকে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯৩ আসনে জয় পেয়েছে। অন্যদিকে, দেশটির বিরোধীদল কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইনডিয়া ২৩৩ আসন পেয়েছে। এর মধ্যে কংগ্রেস এককভাবে পেয়েছে ৯৯ আসন।

এ সম্পর্কিত আরও পড়ুন সরকার | গঠনের | কৌশল | নিয়ে | বৈঠকে | কংগ্রেস | নেতৃত্বাধীন | ইন্ডিয়াজোট