বাংলাদেশ

বাংলাদেশে শ্রমভিসা কেনাবেচার অভিযোগ ইতালির প্রধানমন্ত্রীর, শঙ্কায় প্রবাসীরা

বাংলাদেশে শ্রমভিসা কেনাবেচার অভিযোগ ইতালির প্রধানমন্ত্রীর, শঙ্কায় প্রবাসীরা
বাংলাদেশে ইতালির শ্রমভিসা কেনাবেচা হয়। বললেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। খবর-  ইকোনমিক টাইমস  অভিবাসী ইস্যুতে কঠোর নীতি ঘোষণার সময় এ অভিযোগ করেন তিনি। পাশাপাশি শ্রমভিসা নিয়ে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন জর্জিয়া মেলোনি। মেলোনি বলেন, সম্প্রতি ইতালিতে ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে আসা কর্মীদের সবচেয়ে বড় অংশ বাংলাদেশ থেকে এসেছে। আর দেশটিতে ১৫ হাজার ইউরো ( ১৯ লাখ টাকা) টাকায় ইতালির ভিসা কেনা বেচা হয়। তিনি আরো বলেন, এইসব অবৈধ কর্মকান্ডের সবকিছুর তদন্ত করা হচ্ছে। ইতালিতে প্রবেশ করতে হলে অবশ্যই চাকরি দাতাদের চুক্তিপত্র থাকতে হবে। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে এখন পর্যন্ত সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অনিয়মিত অভিবাসীর সংখ্যা ২১ হাজার ৫৭৪ জন। গেলো বছরের একই সময়ের তুলনায় এই সংখ্যা অর্ধেকেরও কম। এনএস/

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশে | শ্রমভিসা | কেনাবেচার | অভিযোগ | ইতালির | প্রধানমন্ত্রীর | শঙ্কায় | প্রবাসীরা