জাতীয়

নির্বাচন পর্যবেক্ষণে আসছে ১৬ দেশের ৫৭ পর্যবেক্ষক

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য ১৬টি দেশ থেকে ৫৭ জন বিদেশি পর্যবেক্ষক বাংলাদেশে আসছেন। বাংলাদেশের আমন্ত্রণে এসব দেশ তাদের দ্বিপাক্ষিক পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), কমনওয়েলথ এবং গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে কাজ করা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কয়েক শত পর্যবেক্ষকও নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণে অংশ নেবেন।

দ্বিপাক্ষিক পর্যবেক্ষক দলগুলোর মধ্যে সবচেয়ে বড় দল পাঠাচ্ছে মালয়েশিয়া। দেশটি ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল পাঠাচ্ছে, যার নেতৃত্ব দেবেন মালয়েশিয়ার নির্বাচন কমিশনের চেয়ারম্যান দাতো শ্রী রামলান বিন দাতো হারুন। তুরস্ক পাঠাচ্ছে ১২ জন পর্যবেক্ষক; তাদের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন বাংলাদেশের সাবেক তুর্কি রাষ্ট্রদূত মেহমেত ভাকুর এরকুল।

এ ছাড়া ইন্দোনেশিয়া (৫), জাপান (৪), পাকিস্তান (৩), ভুটান (২), মালদ্বীপ (২), ফিলিপাইন (২), জর্ডান (২), জর্জিয়া (২), রাশিয়া (২), কিরগিজস্তান (২), দক্ষিণ আফ্রিকা (২), শ্রীলঙ্কা (১), ইরান (১) ও উজবেকিস্তান (১) জন পর্যবেক্ষক পাঠানোর কথা জানিয়েছে।

উল্লেখযোগ্য পর্যবেক্ষকদের মধ্যে রয়েছেন পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ জালাল সিকান্দার সুলতান এবং ভুটানের প্রধান নির্বাচন কমিশনার ডেকি পেমা।

নির্বাচন পর্যবেক্ষক সমন্বয় কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ জানান, এখন পর্যন্ত প্রায় ৪০০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষকের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। তিনি জানান, খুব শিগগিরই আরও কয়েকটি দেশ তাদের প্রতিনিধি পাঠানোর বিষয়টি চূড়ান্ত করবে।

এদিকে ১৪ সদস্যের কমনওয়েলথ পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেবেন ঘানার সাবেক রাষ্ট্রপতি নান্না আকুফো-আডো। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন লাতভিয়ার ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ইভার্স ইজাবস। এই মিশনে ইউরোপীয় পার্লামেন্টের আরও সাতজন সদস্য অংশ নেবেন।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #নির্বাচন