ক্রিকেট

'আশা করি ভারত ও আয়ারল্যান্ডের বিপক্ষেও জয় আসবে'

'আশা করি ভারত ও আয়ারল্যান্ডের বিপক্ষেও জয় আসবে'
যুক্তরাষ্ট্রের জয় নিয়ে কথা থামছেই না। পাকিস্তানের বিপক্ষে এমন কাণ্ড করে বসবে দলটি- কেইবা ভেবেছিল। টি-টোয়েন্টি যে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পারফরম্যান্সের খেলা, সে প্রমাণ আরেকবার পাওয়া গেল। আত্মবিশ্বাসে উড়ছে স্বাগতিক দেশটি। তারা পরের দুই ম্যাচ খেলবে ভারত ও আয়ারল্যান্ডের বিপক্ষে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিতে সুপার ওভার দেখেছে দর্শকেরা। সেই চ্যালেঞ্জ উতরে গিয়ে ঠিকই জয় নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। দলটির ফাস্ট বোলার যেন পুরো দলের চিত্রটাই জানিয়েছেন  'ক্রিকবাজ' এর কাছে। আলি বলেন, 'দুর্দান্ত জয় দুর্দান্ত এক দল পাকিস্তানের বিপক্ষে। আমরা এই পর্যায়ে আসার জন্য লম্বা সময় ধরে অপেক্ষা করছি এবং আমরা এই সুযোগ দুই হাতে নিতে চাই। আমার মনে হয় কাজ এখনো শেষ হয়নি, যেখানে আমাদের কাজ হচ্ছে সুপার এইটে যাওয়া। এই দল বেশ আত্মবিশ্বাসী, আমরা এই জিনিসটাই ধরে রাখতে চাই। আশা করি ভারত ও আয়ারল্যান্ডের বিপক্ষেও জয় আসবে।' যুক্তরাষ্ট্রের কাছে সময়টা মধুর মতো যাচ্ছে। নিজেদের দেশে বিশ্বকাপ। যেখানে টুর্নামেন্ট শুরুর আগেই বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতেছে তারা। এরপর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কানাডাকে হারিয়ে শুভসূচনা করেছে। আগামী ১২ ও ১৪ জুন ভারত ও আয়ারল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে মাঠে নামবে যুক্তরাষ্ট্র।   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন আশা | করি | ভারত | ও | আয়ারল্যান্ডের | বিপক্ষেও | জয় | আসবে