লাইফস্টাইল

হিট ছাড়াই হেয়ার কার্ল করার ৪টি উপায়

হিট ছাড়াই হেয়ার কার্ল করার ৪টি উপায়
যাদের চুল ন্যাচারালি স্ট্রেইট, তারা নিজের লুকে ইনস্ট্যান্ট চেঞ্জ আনতে হেয়ার কার্ল করে নিতে পারেন। তবে আমাদের সবার কাছে তো হেয়ার কার্লার বা হিট স্টাইলিং টুলস থাকে না। আবার হেয়ার ড্যামেজের ভয়ে সরাসরি হিট দিতেও চায় না অনেকে! হিট ছাড়াই হেয়ার কার্ল করা সম্ভব। চলুন দেখে নেয়া যাক কীভাবে ঘরে বসে হেয়ার কার্লার ছাড়াই হেয়ারস্টাইল করা যায়। স্টাইলিংয়ের আগে হেয়ার প্রিপেয়ার করা শ্যাম্পু, কন্ডিশনিং, হেয়ার সিরাম- এই তিনটি স্টেপে চুল প্রিপেয়ার করে নিন। যেমন আমরা মেকআপের আগে স্কিনকে প্রিপেয়ার করি, ঠিক তেমনই হেয়ারস্টাইল করার আগে বেসিক হেয়ার কেয়ার করে নিতে হবে। এতে ফ্রিজিনেস কন্ট্রোল করা যায় এবং চুল ম্যানেজেবল থাকে। আর এতে যেকোনো হেয়ারস্টাইল খুব সুন্দরভাবে করা যায়। হিট ছাড়াই হেয়ার কার্ল ১) ওভারনাইট ব্রেইড মেথড খুবই সিম্পল টেকনিক, কিন্তু দারুণ কার্যকরী। বেণি আমরা সবাই কম বেশি করে থাকি। ওভারনাইট ব্রেইড মেথড ফলো করে হিটলেস সফট কার্লস পেয়ে যাবেন।
  • প্রথমে হেয়ার সিরাম অ্যাপ্লাই করে নিন
  • চুল ভালোভাবে আঁচড়িয়ে মাঝ বরাবর সিঁথি করে নিন
  • দুই সেকশনে ভাগ করে একটু টাইট করে বেণি করে নিন একদম চুলের আগা পর্যন্ত
  • বেণি টাইট করে করা হলেও স্ক্যাল্পের কাছে লুজ রাখবেন, মানে হেয়ার রুটে যেন টান না লাগে
  • এবার ইলাস্টিক ব্যান্ড দিয়ে ব্রেইড সিকিউর করুন
  • এভাবে চুল বেঁধে রাতে ঘুমিয়ে পড়ুন এবং সকালে বেণি খুলে আস্তে আস্তে ফিংগার টিপস দিয়ে চুল সেট করুন
  • এবার সামনের চুলগুলো নিজের ইচ্ছেমতো সেট করুন
  • কার্ল লং লাস্টিং করতে হেয়ার স্প্রে ব্যবহার করতে পারেন
২) হেয়ার রোলার শর্ট কিংবা লং লেন্থের চুলে খুব সহজেই রোলার ব্যবহার করে কার্ল করা যায়। হেয়ার লেন্থ ও কেমন ধরনের কার্ল করতে চান, সেটার উপর বেইজ করে রোলার চুজ করুন। সফট ওয়েভি হেয়ার বা লুজ কার্লসের জন্য বড় সাইজের রোলার নিতে হবে। আর স্পাইরাল কার্ল করতে চাইলে ছোট সাইজের রোলার বেছে নিন।
  • চুলে ওয়াটার স্প্রে করে হালকা ভিজিয়ে নিন কিংবা ভেজা চুল টাওয়েল ড্রাই করেও নিতে পারেন
  • এবার চুল ছোট ছোট সেকশন করে নিন
  • রোলার ব্যবহার করুন একদম চুলের আগা থেকে, আস্তে আস্তে রোল করে হেয়ার রুটের কাছে নিন
  • খুব স্মুথলি ও ইভেনলি রোল করুন এবং রোলারগুলো সিকিউর করে নিন ববি পিন বা ক্লিপ দিয়ে
  • এভাবে প্রতিটি সেকশন আলাদা করে রোল করুন
  • এভাবে কিছু সময় রেখে দিন
  • যদি চুলের নিচের অংশ কার্ল করতে চান, তাহলে শুধু সেই পার্টটুকুই রোল করতে হবে
  • চুল ড্রাই হয়ে গেলে রোলারগুলো খুলে ফেলুন খুব সাবধানে যেন কার্লস শেইপ নষ্ট না হয়ে যায়
  • এবার চুল মোটা দাঁতের চিরুনি দিয়ে আঁচড়িয়ে সেট করুন এবং হেয়ার স্প্রে দিয়ে নিন
৩) হেডব্যান্ড কার্ল মেথড এটিও একটি হিটলেস টেকনিক যার মাধ্যমে খুব কম ইফোর্টেই ভলিউমিনাস কার্লি হেয়ার পাওয়া যায়। যাদের চুল একদম ফ্ল্যাট ও পাতলা, হেয়ারে ভলিউম আনতে চান; তারা মাস্ট ট্রাই করুন। আপনার প্রয়োজন হবে সফট ইলাস্টিকযুক্ত ওয়াইড হেডব্যান্ড। মানে একদম চিকন প্লাস্টিকের হেডব্যান্ড নিলে হবে না। ব্যান্ড খুব বেশি লুজও হবে না, আবার একদম টাইটও হবে না।
  • প্রথমে ভেজা চুল টাওয়েল ড্রাই করে নিন
  • এবার কপালের উপর হেয়ারলাইন বরাবর ব্যান্ড সেট করুন
  • এবার ছোট ছোট হেয়ার সেকশন নিয়ে ব্যান্ড র‍্যাপ করতে থাকুন
  • এই প্রসেস রিপিট করে সব চুল দিয়ে এভাবে হেডব্যান্ড পেঁচিয়ে নিন
  • ওভারনাইট রাখুন বা সম্ভব না হলে ২-৩ ঘন্টা এভাবে রেখে আস্তে আস্তে খুলে ফেলুন
  • এবার আঙুল দিয়ে চুলগুলো কম্ব করে সেট করুন ও হেয়ার স্প্রে দিয়ে নিন
৪) টুইস্ট মেথড যারা একদম ন্যাচারাল-লুকিং লুজ কার্লস প্রিফার করেন, তাদের জন্য এই মেথডটি বেশ ইফেক্টিভ। খুবই সহজ ও ঝামেলাবিহীন পদ্ধতি, যাদের হেয়ার লং ও স্ট্রেইট, তাদের জন্যই মেইনলি রেকমেন্ড করবো। তবে যাদের শর্ট হেয়ার, তারাও ট্রাই করতে পারবেন।
  • হালকা ভেজা চুলে প্রথমে হেয়ার সিরাম অ্যাপ্লাই করে নিন
  • এবার মাঝ বরাবর সিঁথি করে চুল দু’টি সেকশনে ভাগ করুন
  • এক সাইডের চুল কম্ব করে দু’ভাগ করে টুইস্ট করতে থাকুন
  • একদম চুলের আগা পর্যন্ত টুইস্ট করে নিন
  • এবার টুইস্টেড হেয়ার বান করে ফেলুন ও ইলাস্টিক ব্যান্ড দিয়ে সিকিউর করুন
  • অপর সাইডেও সেইম প্রসেস ফলো করুন
  • এভাবে কয়েক ঘন্টা রাখুন অথবা চাইলে ওভারনাইটও রাখা যায়
  • হাতের আঙুল বা প্যাডেল হেয়ার ব্রাশ দিয়ে চুল আঁচড়িয়ে সেট করে নিন
হেয়ার লুকে একটু ভিন্নতা আনতে এবং নিজেকে ডিফারেন্টভাবে প্রেজেন্ট করতে হিট ছাড়াই হেয়ার কার্ল করা যায় অনেক সহজে। কেএস/

এ সম্পর্কিত আরও পড়ুন হিট | ছাড়াই | হেয়ার | কার্ল | করার | ৪টি | উপায়