আর্কাইভ থেকে দেশজুড়ে

রংপুরে পানির দাবিতে বাসদের তিস্তা অভিমূখে লংমার্চ

রংপুরে পানির দাবিতে বাসদের তিস্তা অভিমূখে লংমার্চ

তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে ঢাকা থেকে তিস্তা অভিমুখে লংমার্চ কর্মসূচিতে বগুড়া-রংপুর হয়ে তিস্তার দিকে যাত্রা শুরু করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ।

রোববার (২১ মার্চ) দুপুরে রংপুর নগরীর শাপলা চত্বরে বিক্ষোভ সমাবেশ শেষে ডালিয়া-তিস্তা অভিমুখে লংমার্চের যাত্রা শুরু হয়। এতে নেতৃত্ব দেন সিপিবির কেন্দ্রীয় কমিটি ও কৃষক ফ্রন্টের নেতৃবৃন্দ। 

সমাবেশে বক্তারা বলেন, ভারত একতরফা পানি প্রত্যাহারের ফলে তিস্তা,পদ্মাসহ অভিন্ন নদীর পানি শুকিয়ে মরুভূমিতে পরিণত হয়ে নদী দখল দূষণে মরে যাচ্ছে। ফলে উত্তরাঞ্চলের কৃষক ও কৃষি রক্ষায় দেশের ১২শ নদ নদী ও পরিবেশ বাঁচাতে পানির দাবিতে জনগনকে ঐক্যবদ্ধ হবার আহবান জানিয়ে পানির অধিকার আদায় না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত রাখার ঘোষনা দেন বক্তারা।

লংমার্চটি রংপুর মেডিকেল মোড় হয়ে পাগলাপীর, বড়ভিটা, জলঢাকা বাজারে তিস্তা চুক্তির মাধ্যমে পানির ন্যায্য হিস্যার দাবিতে পথসভা করবে। পরে নীলফামারীর ডিমলা উপজেলা চত্বরে লংমার্চের সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন রংপুরে | পানির | দাবিতে | বাসদের | তিস্তা | অভিমূখে | লংমার্চ