আইন-বিচার

তনির শোরুম খুলে দেয়ার নির্দেশ

তনির শোরুম খুলে দেয়ার নির্দেশ
পাকিস্তানি পোশাক বিক্রি না করার শর্তে পোশাক বিক্রয়কারী প্রতিষ্ঠান তানভীস বাই তানির শোরুম খুলে দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১০ জুন) তনির রিট পিটিশনের শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের বেঞ্চ এ আদেশ দিয়েছেন। এদিন তনির পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ খালেকুজ্জামান অরুন ও রবিউল আলম বুদু। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় ও অন্যরা। গেলো ২৭ মে ‘সানভিস বাই তনি’ শোরুম সিলগালা করা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। ১০ দিনের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছিল। ১০ দিন পর রুলের পরবর্তী শুনানি হবে বলে জানানো হয়। পরে গেলো বৃহস্পতিবার (৬ জুন) এ বিষয়ে আদেশের জন্য আজ দিন ধার্য করেছিলেন আদালত। এর আগে গেল ১৪ মে প্রতারণার অভিযোগে সিলগালা করা হয় গুলশানের ‘সানভিস বাই তনি’ শোরুম। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে শোরুমটি বন্ধ করে দেয়। টিআর/

এ সম্পর্কিত আরও পড়ুন তনির | শোরুম | খুলে | দেয়ার | নির্দেশ