বাংলাদেশ

এমপি আজীম হত্যাকাণ্ড : সেপটিক ট্যাংকে পাওয়া মাংসের টুকরো মানুষের

এমপি আজীম হত্যাকাণ্ড : সেপটিক ট্যাংকে পাওয়া মাংসের টুকরো মানুষের
কলকাতার নিউ টাউনের সঞ্জীভা গার্ডেনের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার হওয়া মাংসের টুকরোগুলো মানুষের বলে নিশ্চিত হওয়া গেছে। এমপি আজীম হত্যা মামলার তদন্তে কলকাতায় গিয়ে সঞ্জীভা গার্ডেনসের সেপটিক ট্যাংক ভাঙতে অনুরোধ জানিয়েছিলেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশীদ। সোমবার (১০ জুন) কলকাতার ফরেনসিক বিভাগ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। তবে ডিএনএ পরীক্ষার পর জানা যাবে মাংসগুলো এমপি আজীমের কি না। ডিবি প্রধানের অনুরোধে ওই ভবনের সেপটিক ট্যাংক ভেঙে গেলো ২৮ মে বেশ খানিকটা মাংসের টুকরো উদ্ধার করে কলকাতা সিআইডি। এদিকে আজীম হত্যাকাণ্ডে নেপাল থেকে গ্রেপ্তার সিয়াম হোসেনকে নিয়ে গেলো ৯ জুন সকালে কৃষ্ণমাটির বাগজোলা খালে তল্লাশি চালায় সিআইডি। তল্লাশির পর একটি ঝোপের পাশ থেকে বেশ কিছু হাড়গোড় উদ্ধার হয়। তবে সেগুলো আজীমের কি না তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি নিশ্চিত করতে পাঠানো হয়েছে ফরেনসিকে। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন এমপি | আজীম | হত্যাকাণ্ড | | সেপটিক | ট্যাংকে | মাংসের | টুকরো | মানুষের