ক্রিকেট

শুরুর ধাক্কা কাটিয়ে চ্যালেঞ্জিং সংগ্রহ দক্ষিণ আফ্রিকার

শুরুর ধাক্কা কাটিয়ে চ্যালেঞ্জিং সংগ্রহ দক্ষিণ আফ্রিকার
তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদের বোলিং তোপে ২৩ রানেই ৪ উইকেট হারিয়েছিলো দক্ষিণ আফ্রিকা। তবে হাইনরিখ ক্লাসেন ও ডেভিড মিলারের জুটিতে ঘুরে দাঁড়িয়ে ১১৩ রান সংগ্রহ করেছে প্রোটিয়ারা। টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই তানজিমের উপর চড়াও কুইন্টন ডি-কক।  প্রথম ওভারের দ্বিতীয় বলে ছক্কা হাকানোর পর তৃতীয় বলে বাউন্ডারি হাঁকান তিনি। তবে ওভারের শেষ বলে রিজা হেনড্রিকসকে ফিরিয়ে দেন এলবিডব্লুতে। তানজিম সফল হন নিজের দ্বিতীয় ওভারেও।  ডি-কককে ফিরিয়ে দেন বোল্ড করে। স্ট্যাম্প ভাঙ্গেন তাসকিনও, এডেন মার্করামকে ফেরান ৮ রানে।  নিজের তৃতীয় ওভারে এসে আরেকদফায় নাসাউ কাউন্টিতে কম্পন তোলেন তানজিদ, ট্রিস্টান স্টাবসকে ফেরান সাকিবের হাতে। ২৩ রানেই ৪ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকার হাল ধরেন হাইনরিখ ক্লাসেন ও ডেভিড মিলার। দুজনে মিলে গড়েন ৭৯ বলে ৭৯ রানের জুটি।  তবে জুটিতে সহায়তা করেন লিটন, মাহমুদউল্লার বলে ক্যাচ ফেলে দিয়ে ১৫ বলে ১৩ রানে জীবন দেন মিলারকে। সেই জুটি ভাঙ্গেন তাসকিন,  ৪৪ বলে ৪৬ রান করা ক্লাসেনকে করেন বোল্ড।  টিকতে পারেননি মিলারও ৩৮ বলে ৩৯ রান করে শিকার হন রিশাদের। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করে প্রোটিয়ারা।

এ সম্পর্কিত আরও পড়ুন শুরুর | ধাক্কা | কাটিয়ে | চ্যালেঞ্জিং | সংগ্রহ | দক্ষিণ | আফ্রিকার