ক্রিকেট

বৃষ্টিতে ভেসে গেল লঙ্কানদের আশা, সুপার এইটে দক্ষিণ আফ্রিকা

বৃষ্টিতে ভেসে গেল লঙ্কানদের আশা, সুপার এইটে দক্ষিণ আফ্রিকা
কারও পৌষ মাস তো কারও সর্বনাশ। এই যেন নিয়ম। নেপালের বিপক্ষে শ্রীলঙ্কা ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে গেল। আর তাতে সুপার এইট নিশ্চিত হলো দক্ষিণ আফ্রিকার। আর বাংলাদেশের জন্যও কিছুটা সুযোগ বাড়ল বটে। লঙ্কানরা অবশ্য কঠিন এক অবস্থাতেই পড়েছে, এখান থেকে পরের রাউন্ড নিশ্চিত করা একরকম আকাশ-কুসুম ভাবনার মতো। যুক্তরাষ্ট্রের লডাহিলে বজ্রবৃষ্টি। নেপাল যে আত্মবিশ্বাস দেখিয়েছিল সংবাদ সম্মেলনে তা মাঠে প্রমাণের সুযোগ মিলল না। আর শ্রীলঙ্কার জন্য যে গুরুত্বপূর্ণ এক ম্যাচ ছিল এটি। বড় ব্যবধানে জয় নিশ্চিত করার সংকল্পই ছিল তাদের। কিন্তু প্রকৃতির কাছে সবাইকে হার মানতে হলো। ম্যাচটি শেষ পর্যন্ত হয়নি। আর তাতে পয়েন্ট ভাগাভাগি করে নিতে হয়েছে। শ্রীলঙ্কা নিজেদের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরাজিত হয়, পরের ম্যাচে একই ফলাফল বাংলাদেশের বিপক্ষে। তাতে বেশ চাপেই ছিল দলটি। পরের রাউন্ডে যাওয়ার জন্য সুযোগ একেবারেই কমে যায় তাদের জন্য। অন্য দলগুলোর উপর নির্ভর করে থাকা, নিজেদের বড় ব্যবধানের জয়- এসবের উপরই ভরসা করতে হতো। কিন্তু নেপালের বিপক্ষে ম্যাচটি পণ্ড হওয়ায়, আশা আর নাই বললেই চলে। এদিকে লডারহিলের এই বৃষ্টিতে, অনেকটা লাভবান হয়েছে বাংলাদেশ। এখন তাদের পরের ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে জিততে পারলে, সুপার এইটে যাওয়ার জন্য অনেকটুকু পথ এগিয়ে যাবে তারা।   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন বৃষ্টিতে | ভেসে | লঙ্কানদের | আশা | সুপার | এইটে | দক্ষিণ | আফ্রিকা