ক্রিকেট

শত উইকেটের মাইলফলক স্পর্শ করলেন জাম্পা

শত উইকেটের মাইলফলক স্পর্শ করলেন জাম্পা
অ্যাডাম জাম্পাকে নিয়ে প্রশংসাবানী ছুটছে অজি অধিনায়কের মুখে। কেন-ই বা ছুটবে না। কীর্তি তো গড়ে চলেছেন অস্ট্রেলিয়ার হয়ে। নামিবিয়ার বিপক্ষে ৪ উইকেট সংগ্রহ করেছেন জাম্পা। তাতে প্রথম অস্ট্রেলিয়ান পুরুষ ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি’তে ১০০ উইকেট সংগ্রহ করার মাইলফলক স্পর্শ করেছেন তিনি। টি-টোয়েন্টিতে একজন বোলারের গুরুত্ব নিয়ে প্রশ্নের অবকাশ নেই। আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে তা আরও বেড়েছে। যেখানে ব্যাটাররা দাপট দেখিয়ে চলেছে সব জায়গায়। সেখানে বোলারদের জন্য কিছুটা মুশকিল হয়ে পড়েছে মাঠে নিজেদের ধরে রাখা। এ ব্যাপারেও তো নানা আলোচনা চলে। নামিবিয়ার বিপক্ষে খুব সহজেই জয় পেয়েছে অস্ট্রেলিয়া। তাতে নিশ্চিত হয়েছে সুপার এইট। এই ম্যাচে জাম্পা ৪ ওভার বল করে ১২ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। জাম্পা প্রসঙ্গে অধিনায়ক মিচেল মার্শ বলেন, ‘আপনি যদি শেষ ৪-৫ বছর তার ক্যারিয়ার দেখেন, সে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার।‘ জাম্পাকে পেয়ে ভাগ্যবান ভাবছেন মার্শ। এখন পর্যন্ত ৮৩ ম্যাচ খেলে ৮২ ইনিংসে বল করেছেন জাম্পা। আর তাতেই ১০০ উইকেটের দেখা পেয়েছেন তিনি। তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ১৫তম বোলার হিসেবে এই অর্জনের দেখা পেলেন। এই তালিকায় বাংলাদেশের দুই জন ক্রিকেটার আছেন। তারা হলেন; সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন শত | উইকেটের | মাইলফলক | স্পর্শ | জাম্পা