ক্রিকেট

রোহিতের যে রেকর্ডের সমান এখন রিজওয়ান

রোহিতের যে রেকর্ডের সমান এখন রিজওয়ান
রোহিত শর্মার সমান একই রেকর্ডে অন্তর্ভুক্ত হলেন পাকিস্তানি ওপেনার মোহাম্মদ রিজওয়ান। একজন ওপেনার হিসেবে সবচেয়ে বেশি হাফ-সেঞ্চুরির মালিক ছিলেন রোহিত। সেখানে এখন যোগ দিয়েছেন রিজওয়ান। বিশ্বকাপের ম্যাচে কানাডার বিপক্ষে অর্ধ-শতক হাঁকিয়ে এই অর্জনে নাম লিখিয়েছেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওপেনার হিসেবে রোহিতের ফিফটির সংখ্যা ছিল ৩০ টি। এখন রিজওয়ানের ঝুলিতেও একই সংখ্যা। মাত্র ৭১ ইনিংস খেলেই এই মাইলফলক স্পর্শ করেছেন এই পাকিস্তানি ক্রিকেটার। আর অন্যদিকে এখানে পৌঁছাতে রোহিতের প্রয়োজন হয়েছে ৭১ টি ইনিংস। অবশ্য একই সাথে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ডেলিভারিতে ফিফটি করেছেন রিজওয়ান। যে রেকর্ডটি আবার এই সংস্করণের ক্রিকেটে সুখকর নয়। তিনি ৫২ বল খেলে কানাডার বিপক্ষে ম্যাচটিতে ফিফটি করেন। এর আগে দক্ষিণ আফ্রিকা ব্যাটার ডেভিড মিলারের কাছে ছিল এই রেকর্ড। তিনি ৫০ বলে ফিফটি করেছিলেন নেদারল্যান্ডসের বিপক্ষে, চলতি বিশ্বকাপেই। এই তালিকার তৃতীয় স্থানে আছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। এই ওপেনারের ফিফটির সংখ্যা ২৮ টি। এরপরেই আছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার, তার ফিফটি ২৭ টি।   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন রোহিতের | রেকর্ডের | সমান | এখন | রিজওয়ান