আর্কাইভ থেকে বাংলাদেশ

২৪ মার্চ স্বাধীনতা পুরস্কার দেয়া হচ্ছে না

২৪ মার্চ স্বাধীনতা পুরস্কার দেয়া হচ্ছে না

আগামী বুধবার (২৪ মার্চ) স্বাধীনতা পুরস্কার দেয়ার কথা থাকলেও সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে। স্বাধীনতা পুরস্কার দেয়ার তারিখ পরবর্তী সময়ে জানিয়ে দেয়া হবে।

আজ রোববার (২১ মার্চ) এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে নয়জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান ২০২১ সালের স্বাধীনতা পুরস্কার পাচ্ছে। গত ৭ মার্চ স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ।

তথ্য বিবরণীতে জানানো হয়, অনিবার্য কারণবশত স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানের তারিখ পরিবর্তন হয়েছে। অনুষ্ঠানের পরিবর্তিত তারিখ পরে জানানো হবে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, এ বছর নয়জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার ২০২১ প্রদান উপলক্ষে আগামী ২৪ মার্চ এ অনুষ্ঠান আয়োজনের কথা ছিল।

এটি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে।

শুভ মাহফুজ

এ সম্পর্কিত আরও পড়ুন ২৪ | মার্চ | স্বাধীনতা | পুরস্কার | দেয়া | হচ্ছে