আর্কাইভ থেকে বাংলাদেশ

মঠ প্রধানের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ

মঠ প্রধানের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ

ভারতের কর্নাটকের অন্যতম জনপ্রিয় চিত্রদুর্গার মুরুঘা মঠের প্রধানের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। পস্কো আইনে মঠ-প্রধান শিবমূর্তি মুরুঘার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গেলো শুক্রবার (২৬ আগস্ট) দশম শ্রেণির দুই শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে  রাতে পুলিশ মঠাধ্যক্ষ শিবমূর্তি মুরুঘার বিরুদ্ধে এফআইআর রুজু করেছে।

তার বিরুদ্ধে অভিযোগ, তিনি নিয়মিত ভাবে শিক্ষার্থীদের যৌন নির্যাতন করতেন। এই কাজে তাকে সাহায্য করতেন মঠের অন্যান্য কর্মীরা। এই বিষয়ে শিক্ষার্থীদের বয়ানও রেকর্ড করা হয়েছে। যদিও মঠের পক্ষে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

জানা গেছে, ১৬ বছরের দুই নাবালিকার অভিযোগের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে পুলিশে এফআইআর দায়ের করা হয়েছে। সেখানে শিবমূর্তি ছাড়াও মঠের আরও কয়েক জনের নাম রয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।  

প্রসঙ্গত, চিত্রদুর্গার মুরুঘা মঠ রাজনীতিবিদদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। এই মাসের ৩ তারিখে মঠে গিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী। সেখানে তিনি দীক্ষাও নেন। শুধু রাহুলই নয়, বিভিন্ন সময় এই মঠে গিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতানেত্রীরা।  

কেএস 

এ সম্পর্কিত আরও পড়ুন মঠ | প্রধানের | বিরুদ্ধে | যৌন | নির্যাতনের | অভিযোগ