আবহাওয়া

কাকভেজা বৃষ্টিতে ভিজলো রাজধানী

কাকভেজা বৃষ্টিতে ভিজলো রাজধানী
ক্ষণে ক্ষণে মেঘের গর্জনে কেঁপে উঠছে আকাশ। রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি যেন একটু স্বস্তি এনে দিলো। গেলো কয়েকদিনের হাঁসফাঁস গরম থেকে কিছুটা শান্তি পেলো নগরবাসী। বৃহস্পতিবার (১৩ জুন) সন্ধ্যা থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি শুরু হয়। এদিকে, ঘরমুখো মানুষের বাড়ি ফেরার তাড়ায় ব্যস্ত নগরীর সড়ক মহাসড়কগুলো। এর মধ্যেই বৃষ্টি হওয়ায় আরেক ভোগান্তিতে নগরবাসী। এছাড়া সকালে, দেশের ৯ অঞ্চলসমূহের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এতে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, বরিশাল, পটুয়াখালী এবং সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। টিআর/

এ সম্পর্কিত আরও পড়ুন কাকভেজা | বৃষ্টিতে | ভিজলো | রাজধানী