ক্রিকেট

অবশেষে হাসলো সাকিবের ব্যাট

অবশেষে হাসলো সাকিবের ব্যাট
সাকিব আল হাসানকে নিয়ে অনেক কথা হচ্ছে। তার পারফর্ম নেই ব্যাটে ও বলে। এমনকি দল থেকে বাদ দেওয়ার কথাও ওঠে অনেকের ভাষ্যে। আর এদিকে আজ নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাট হাতে দারুণ এক ফিফটি করে দেখিয়েছেন তিনি। চারে নেমে নিজের ১৩তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফিফটি করে নেন তিনি। টসে হেরে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুতে কিছুটা নড়বড়ে অবস্থা দেখা যায়। নাজমুল হোসেন শান্ত টিকতে পারেননি ফলাফলস্বরূপ। তার বিদায়ের কিছু বাদে লিটন দাসও ফিরে যান। দুজনেই ফিরেছেন আরিয়ান দত্তের শিকার হয়ে। তবে তানজিদ হাসান তামিম একপাশ আগলে ছিলেন। আর অন্যপাশে সাকিব দিচ্ছিলেন ফিরে আসার বার্তা। দুজনের লম্বা জুটির আভাস দলকে অনেকটা পথ টেনে নিয়েছে। দলীয় ৭১ রানে ফেরেন তানজিদ। সাকিবের ব্যাটে বাউন্ডারি আসতে থাকে একের পর এক। নিজেকে যেন খুঁজে পেয়েছেন অনেকদিন পর। তাওহিদ হৃদয় ফিরে গেলে মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে নিজের ফিফটি পূরণ করে নেন সাকিব।   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন অবশেষে | হাসলো | সাকিবের | ব্যাট