ক্রিকেট

বাংলাদেশ সুপার এইটে গেলে যারা থাকবে প্রতিপক্ষ

বাংলাদেশ সুপার এইটে গেলে যারা থাকবে প্রতিপক্ষ
গ্রুপ-ডি তে বাংলাদেশ এখন ভালো অবস্থানেই আছে। নেদারল্যান্ডসের বিপক্ষে সবশেষ জয়ে ৩ ম্যাচ থেকে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। পরের রাউন্ড অর্থাৎ সুপার এইটে ওঠার ক্ষেত্রে বেশ সম্ভাবনাময় অবস্থায় আছে দলটি। পরের ম্যাচ নেপালকে হারালে তো নিশ্চিত হয়ে যাবে, যদি হেরেও যায় সেক্ষেত্রে রান রেটের হিসেবে যেতে হবে নাজমুল হোসেন শান্তদের। গ্রুপ পর্ব থেকে মোট ৮ দল মিলে গঠন করা হবে সুপার এইট গ্রুপ। চারটি গ্রুপের শীর্ষ দুই দল যাবে পরের রাউন্ডে। আগে থেকেই নিয়ম অনুযায়ী র‍্যাংকিংয়ের ভিত্তিতে দুইটি করে দল বাছাই করে দেওয়া হয়েছে। যদি সেই দলগুলো উত্তীর্ণ তবে তারা নির্ধারিত গ্রুপেই অবস্থান করবে। এখানে আলাদাভাবে ফলাফল কোনো ভূমিকা রাখছে না। গ্রুপ ডি থেকে ডি-১ ছিল দক্ষিণ আফ্রিকা, ডি-২ ছিল শ্রীলঙ্কা। যেহেতু দক্ষিণ আফ্রিকা সুপার এইট এরমধ্যে নিশ্চিত করে ফেলেছে, তারা থাকছে একই নামে। আর শ্রীলঙ্কার সম্ভাবনা নেই চলমান টুর্নামেন্টে। ফলে সেই জায়গাটা অন্য যে দল কোয়ালিফাই করবে, তারা দখল করে নেবে। বাংলাদেশ যদি সুপার এইটে যায়, তবে তারা ডি-২ হিসেবেই যাবে। সুপার এইটের যে ৮ টি দল, তাদের দুই গ্রুপে ভাগ করা হয়েছে। প্রথম গ্রুপে ডি-২ অবস্থান করছে। আর সেখানে অন্যান্য দলগুলো থাকছে এ-১ হিসেবে ভারত, বি-২ হিসেবে অস্ট্রেলিয়া, সি-১ হিসেবে আফগানিস্তান। প্রতিটি দল নিজ গ্রুপের প্রতিপক্ষের সাথে একটি করে ম্যাচ খেলবে। ধরা যাক, বাংলাদেশ কোয়ালিফাই করলো। তবে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তানের বিপক্ষে অন্তত ২ ম্যাচ জিততে হবে তাদের। তাহলে সেমিফাইনাল অনেকটা নিশ্চিত করা যাবে বলে ধারণা করা যায়।   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশ | সুপার | এইটে | গেলে | যারা | থাকবে | প্রতিপক্ষ