ক্রিকেট

সুপার এইটে আফগানরা, বাদ পড়লো নিউজিল্যান্ড

সুপার এইটে আফগানরা, বাদ পড়লো নিউজিল্যান্ড
পাপুয়া নিউগিনির বিপক্ষে ৭ উইকেটের জয় আফগানিস্তানকে তুলে দিয়েছে সুপার এইটে। আর একই সাথে সি গ্রুপ থেকে বাদ পড়েছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের বাদ পড়া এক বড় ঘটনা বটে। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়েনি তারা। এই গ্রুপ থেকে ওয়েস্ট ইন্ডিজ আগেই সুপার এইট নিশ্চিত করে। আফগানিস্তানের সাথে নিজেদের প্রথম ম্যাচে হার। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও হার। এতেই মোটামুটি বোঝা হয়ে যায় নিউজিল্যান্ডের। বাদ পড়ার তালিকাতে ততক্ষণে উঠে গেছে নাম। আফগানিস্তান ও পাপুয়া নিউগিনি ম্যাচের ফলাফল তা পুরোপুরি নিশ্চিত করে দিল। ত্রিনিদাদে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। আফগান বোলারদের সামনে খুব অসহায় ছিল পাপুয়া নিউগিনির ব্যাটাররা। পিএনজি ২০তম ওভার খেলতে গিয়ে ৯৫ রানে অল আউট হয়। তাদের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন কিপলিন দোরিগা। বাকি ব্যাটারদের মধ্যে আর দুইজন কেবল দুই ডিজিটে ছিল। আর সবাই এক ডিজিটেই বিদায় নিয়েছে। ফজল হক ফারুকী ৩ উইকেট নিয়েছেন, আফগানদের পক্ষে সর্বোচ্চ। নাভিন উল হক ২ টি এবং নূর আহমাদ নিয়েছেন একটি উইকেট। জয়াবে ব্যাট করতে নেমে ১৫.১ ওভারে ম্যাচ জিতে নেয় আফগানিস্তান। দলীয় ওপেনাররা আজকে ভালো করতে পারেনি আফগানদের পক্ষে। রহমানুল্লাহ গুরবাজ ১১, ইব্রাহিম জাদরান শূন্য রানে ফিরেছেন। তবে তিনে নামা গুলবাদিন নাইবের ৩৬ বলে ৪৯ রানের ইনিংসে সহজ হয়ে যায় দলটির জয়। সাথে আজমতউল্লাহ ওমরজাইয়ের ১৩ রান, মোহাম্মদ নবীর অপরাজিত ১৬ রান ছিল। এই জয়ে রান রেটে এগিয়ে গিয়ে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে গেলে সি গ্রুপের শীর্ষে এখন আফগানিস্তান। এতে সুপার এইটে ভারত, অস্ট্রেলিয়া এবং ডি গ্রুপের রানার-আপ দলের সাথে খেলবে তারা।   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন সুপার | এইটে | আফগানরা | বাদ | পড়লো | নিউজিল্যান্ড