আর্কাইভ থেকে বাংলাদেশ

প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য বই কেনার সিদ্ধান্ত বাতিল

প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য বই কেনার সিদ্ধান্ত বাতিল
মাঠ পর্যায়ে কর্মকর্তাদের পাঠাভ্যাস গড়ে তোলার জন্য জেলা-উপজেলায় বই কেনার সিদ্ধান্ত বাতিল করা হচ্ছে। বললেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কে এম আলী আজম। আজ রোববার (২৮ আগস্ট) জ্যেষ্ঠ সচিব নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন। জ্যেষ্ঠ সচিব বলেন, একজনের (অতিরিক্ত সচিব নবীরুল ইসলাম) এত বই কেনা কোনো নিয়মে পড়ে না। তালিকাটা বাতিলের সিদ্ধান্ত নেয়া হচ্ছে। একজনের ২৯ বই, জানা ছিলো না। পরীক্ষা করবো। সত্যতা পেলে সংশোধনী বা বাতিলের ব্যবস্থা নেব। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য বই কেনার যে অর্থ বরাদ্দ হয়েছে, সে তালিকায় অতিরিক্ত সচিব নবীরুল ইসলামসহ সরকারি কর্মকর্তাদের বইয়ের আধিক্য থাকবে না। প্রাথমিক তালিকায় এসেছে তাদের নাম, কিন্তু চূড়ান্ত না। তবে যাই হয়েছে, ঠিক হয়নি, কাজটা ঠিক হয়নি। এর বাস্তবায়ন কোনোভাবেই হবে না, এটা নিশ্চিত। পুরো ব্যাপারটা খতিয়ে দেখা হবে। সরকারি কর্মকর্তাদের মধ্যে জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস বাড়ানোর উদ্যোগে জনপ্রশাসন মন্ত্রণালয় জেলা-উপজেলায় বই কিনতে ৯ কোটি ৫৪ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। বইয়ের তালিকার মধ্যে একজন অতিরিক্ত সচিবেরই রয়েছে ২৯টি বই। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত এমন সংবাদ প্রকাশের পর নেটিজেনদের মধ্যে এই বই কেনা প্রকল্প নিয়ে দেখা দিয়েছে নানা আলোচনা-সমালোচনা। বিপ্লব আহসান

এ সম্পর্কিত আরও পড়ুন প্রজাতন্ত্রের | কর্মচারীদের | জন্য | বই | কেনার | সিদ্ধান্ত | বাতিল