সুপার এইট পর্ব শুরু হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচটি হবে এই পর্বের দ্বিতীয় ম্যাচ। সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় ২০ জুন (বৃহস্পতিবার) সকালে সাড়ে ৬ টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচকে ঘিরে নানা আলোচনা উঠছে। যেখানে মারকুটে ক্রিকেটের প্রসঙ্গই উঠছে সবচেয়ে বেশি। দুই দলই ২ বার করে এই টুর্নামেন্টের শিরোপা জিতে নিয়েছে।
ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাটিতে টুর্নামেন্ট। দলটি যেভাবে খেলে চলেছে, এবারের বিশ্বকাপে যে বড় কিছু করার স্বপ্ন দেখছে তারা- তা বলাই বাহুল্য। সেন্ট লুসিয়ার এই মাঠে প্রচুর রান হয়ে থাকে বলে জানা যায়। এই বিশ্বকাপে এখন পর্যন্ত ৩ টি ২০০ রানের দলীয় সংগ্রহ দেখা গেছে, যার ২ টি এই মাঠে হয়েছে।
ইংল্যান্ডের টিকে থাকার স্বপ্ন প্রায় বিলীন হয়ে যাওয়ার দশা হয়েছিল। স্কটল্যান্ডের সাথে ম্যাচ পরিত্যক্ত, অস্ট্রেলিয়ার কাছে হারের পর- অনেকটা চাপে ছিল তারা। পরের দুই ম্যাচ ওমান ও নামিবিয়ার সাথে জিতে এবং স্কটল্যান্ডের দিকে তাকিয়ে থেকে- তবেই নিশ্চিত হয়েছে সুপার এইট।
অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ গ্রুপ পর্বে দাপট দেখিয়েছে। চার ম্যাচের চারটিতেই জয় পেয়েছে তারা। উগান্ডা, পাপুয়া নিউগিনি, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে জিতে এসেছে দলটি। দারুণ ফর্মে আছে তাদের ব্যাটার ও বোলাররা।
সেন্ট লুসিয়ার এই মাঠে আফগানিস্তানের বিপক্ষে ৫ উইকেট হারিয়ে ২১৮ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটিতে রান, ব্যাটারদের আগ্রাসন দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ইংল্যান্ড ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। আর ঘরের মাটিতে হওয়া এই বিশ্বকাপে নিজেদের অতীত ফিরিয়ে আনার জন্য ওয়েস্ট ইন্ডিজেরও চেষ্টা থাকবে।
এম/এইচ