আন্তর্জাতিক

পুতিন এখন কমিউনিস্ট রাষ্ট্র ভিয়েতনামে

পুতিন এখন কমিউনিস্ট রাষ্ট্র ভিয়েতনামে
উত্তর কোরিয়ার পর কমিউনিস্ট শাসিত রাষ্ট্র ভিয়েতনামে গেলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (২০ জুন) ভোররাতে তিনি দেশটির রাজধানী হ্যানয়ে পৌঁছান। বিমানবন্দরে পুতিকে স্বাগত জানান, দেশটির উপপ্রধানমন্ত্রী চান হোং হা। এসময়  ভিয়েতনামের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শীর্ষ কূটনীতিক লে হাই চুং উপস্থিত ছিলেন। সেখানে তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। দুদিনের এ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট দেশটির কমিউনিস্ট পার্টির প্রধান নেয়ন ফু চং, প্রেসিডেন্ট তো লাম ও প্রধানমন্ত্রী ফাম মিং চিংয়ের সঙ্গে বৈঠক করবেন। পুতিন ভিয়েতনামের প্রতিষ্ঠাতা নেতা হো চি মিনের সমাধিও পরিদর্শন করবেন। অতীতে কমিউনিস্ট শাসনের সময় থেকেই রাশিয়ার সঙ্গে ভিয়েতনামের ঘনিষ্ঠ সম্পর্ক। শীতল যুদ্ধের সময় ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির অনেক কর্মী সোভিয়েত ইউনিয়নে পড়তে যেতো। দেশটির কমিউনিস্ট পার্টির বর্তমান প্রধান নেয়ন ফুচংও রাশিয়ায় গিয়ে পড়েছেন। বিশ্ব শক্তিগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভিয়েতনাম একটি নিরপেক্ষ পররাষ্ট্র নীতি অনুসরণ করে। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের নিন্দা করেনি ভিয়েতনাম। পশ্চিমা দেশগুলো হ্যানয়ের এ অবস্থানকে ক্রেমলিন ঘনিষ্ঠ হিসেবে বিবেচনা করে। এনএস/

এ সম্পর্কিত আরও পড়ুন পুতিন | এখন | কমিউনিস্ট | রাষ্ট্র | ভিয়েতনামে