ক্রিকেট

ভারতের সাবেক পেসার ডেভিড জনসনের মৃত্যু!

ভারতের সাবেক পেসার ডেভিড জনসনের মৃত্যু!
ভারতের সাবেক ফাস্ট বোলার ডেভিড জনসন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তার এই মৃত্যু নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে। ভারতীয় বেশ কিছু গণমাধ্যম দাবি করছে, ব্যালকনি থেকে নিচে পড়ে মৃত্যু ঘটেছে তার। তিনি তার সময়ে গতি দিয়ে ভারতীয় ক্রিকেটে বেশ পরিচিত ছিলেন। ঘরোয়া ক্রিকেটে কর্নাটকের হয়ে পারফরম্যান্সের মাধ্যমে ভারতীয় দলে সুযোগ হয় জনসনের। ঘরোয়া ক্রিকেটেই মূলত উজ্জ্বল ছিলেন তিনি। জাতীয় দলে মাত্র ২ টি টেস্ট খেলার সুযোগ হয়েছিল। ১৯৯৫-৯৬ রঞ্জি ট্রফিতে ১৫২ রান দিয়ে ১০ উইকেট সংগ্রহ করেন এই বোলার। দিল্লিতে ১৯৯৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক হয় জনসনের। দক্ষিণ আফ্রিকতেও সফর করেছিলেন তিনি। সুযোগ হয়েছিল একটি ম্যাচ খেলার। এই ম্যাচে ৩ উইকেট সংগ্রহ করেন তিনি। মূলত বোলিংয়ে নিয়ন্ত্রণের অভাব ছিল বলে জানা যায়। ফলে জাতীয় দলে আর সেভাবে সুযোগ হয়নি জনসনের। প্রথম শ্রেণীর ক্রিকেটে ৩৯ ম্যাচ খেলে ১২৫ টি উইকেট সংগ্রহ করেন তিনি। যেখানে তার গড় ছিল ২৮৬৩ এবং স্ট্রাইক রেট ছিল ৪৭ ৪। লোয়ার অর্ডার ব্যাটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে একটি সেঞ্চুরিও আছে তার। জনসন ৩৩ টি লিস্ট এ ম্যাচ খেলেছেন। যেখানে উইকেট সংগ্রহ করেছেন ৪১ টি। ২০১৫ সালে কর্নাটক প্রিমিয়ার লিগে সর্বশেষ ম্যাচটি খেলেছেন এই ফাস্ট বোলার। জনসনের মৃত্যুতে ক্রিকেট সংশ্লিষ্ট ভারতীয় ব্যক্তিবর্গ শোক জানিয়েছেন।   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন ভারতের | সাবেক | পেসার | ডেভিড | জনসনের | মৃত্যু