ক্রিকেট

পাকিস্তানের নির্বাচক প্যানেলে আবারও পরিবর্তনের আভাস

পাকিস্তানের নির্বাচক প্যানেলে আবারও পরিবর্তনের আভাস
বিশ্বকাপে আবারও বাজে পারফরম্যান্স, পাকিস্তানের আবারও ম্যানেজমেন্টে বদল! এই চিত্র যেন এখন খুব পরিচিত। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব পেরোতে পারেনি পাকিস্তান দল। আর তাতেই নতুন করে আলোচনা উঠছে নির্বাচক প্যানেল নিয়ে। পরিবর্তন হতে পারে পাকিস্তানের ৭ সদস্যের নির্বাচক প্যানেল। ওয়াহাব রিয়াজকে প্রধান নির্বাচক করে পাকিস্তানের নির্বাচক প্যানেল কাজ করে যাচ্ছিল। ওয়াহাবকে তার জায়াগায় রাখছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এখন পর্যন্ত এতটুকু জানা গেছে ক্রিকেট-ভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’র বরাতে। এদিকে বাবর আজমের অধিনায়কত্ব নিয়েও নতুন করে আলোচনা উঠছে। যে বাবর ওডিআই বিশ্বকাপের পর নেতৃত্ব ছেড়েছেন, আবার নতুন করে তাকে নেতৃত্ব দেওয়া হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে। বোর্ড অবশ্য বাবরকে নিয়ে এখনই নতুন কিছু ভাবছেন না।   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন পাকিস্তানের | নির্বাচক | প্যানেলে | আবারও | পরিবর্তনের | আভাস