আর্কাইভ থেকে বাংলাদেশ

চট্টগ্রামে জ্বালানি তেলের দামের সঙ্গে কমলো যানবাহন ভাড়া

চট্টগ্রামে জ্বালানি তেলের দামের সঙ্গে কমলো যানবাহন ভাড়া

চট্টগ্রামে হাটহাজারী-নিউ মার্কেট সড়কে জ্বালানি তেলের দাম লিটারে পাঁচ টাকা কমানোর পর চলাচল করা দ্রুতযান স্পেশাল সার্ভিসের বাসের ২১ কিলোমিটারের রাস্তায় পাঁচ টাকা ভাড়া কমিয়েছে মালিক সমিতি।

আজ মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহজাহান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে একই দিন সকাল থেকে ৪৫ টাকা থেকে পাঁচ টাকা কমিয়ে ৪০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়।

এর আগে গেলো সোমবার (২৯ আগস্ট) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সোমবার রাত ১২টার পর থেকে ডিপোর ৪০ কিলোমিটারের ভেতরে ভোক্তাপর্যায়ে খুচরা মূল্য ডিজেল ও কেরোসিন ১০৯, অকটেন ১৩০ এবং পেট্রল ১২৫ টাকা লিটার দরে বিক্রি হবে। এর আগে সোমবার দুপুরে জ্বালানি মন্ত্রণালয়ে বৈঠক করে নতুন দর চূড়ান্ত করেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান এ বি এম আজাদ।

যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহজাহান বলেন, সোমবার রাতে সরকার তেলের দাম লিটারে পাঁচ টাকা কমিয়েছে। এ কারণে চট্টগ্রামের হাটহাজারী থেকে নিউমার্কেট পর্যন্ত চলাচলকারী যাত্রীদের কথা চিন্তা করে পাঁচ টাকা কমিয়ে ৪০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। নতুন নির্ধারিত ভাড়া আজ মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন বেলাল বলেন, সরকার যদি গণপরিবহনের ভাড়া কমিয়ে পুনর্নির্ধারণ করে তাতে আমাদের কোনও আপত্তি থাকবে না। নগরীর গণপরিবহনে এখনও ভাড়া কমানো হয়নি। তবে আমরা এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেব।

এ সম্পর্কিত আরও পড়ুন চট্টগ্রামে | জ্বালানি | তেলের | দামের | সঙ্গে | কমলো | যানবাহন | ভাড়া