আন্তর্জাতিক

মুক্ত জীবনে অ্যাসাঞ্জ, ফিরেছেন জন্মভূমি অস্ট্রেলিয়ায়

মুক্ত জীবনে অ্যাসাঞ্জ, ফিরেছেন জন্মভূমি অস্ট্রেলিয়ায়
দীর্ঘ ১৪ বছরের আইনি লড়াই শেষে মুক্ত হয়ে পরিবারের কাছে ফিরেছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। স্থানীয় সময় বুধবার রাত ৮টার দিকে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় পৌঁছান তিনি ক্যানবেরায় অ্যাসাঞ্জকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তার স্ত্রী স্টেলা অ্যাসাঞ্জ, বাবা জন শিপটনসহ পরিবারের অন্য দস্যরা। অ্যাসাঞ্জকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বুধবার (২৬ জুন) যুক্তরাষ্ট্রের একটি আদালতে হাজির হয়ে মার্কিন প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য ফাঁসের ষড়যন্ত্রে সঙ্গে জড়িত থাকার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেন জুলিয়ান অ্যাসাঞ্জ। শুনানি শেষে অ্যাসাঞ্জকে মুক্ত ঘোষণা করেন আদালত। এরপরই তিনি নিজ দেশ অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রাওয়া করেন। ২০০৬ সালে উইকিলিকস প্রতিষ্ঠা করেন জুলিয়ান অ্যাসাঞ্জ। ২০১০ সালে উইকিলিকস থেকে মার্কিন সামরিক বাহিনীর বহু গোপন নথি ফাঁস করে দেন তিনি। এতে ইরাক ও আফগানিস্তান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপন সামরিক-কূটনৈতিক নথি প্রকাশ্যে চলে আসে। এ নিয়ে বিশ্বজুড়ে শোরগোল পড়ে গেলে মার্কিন সরকারের রোষানলে পড়েন অ্যাসাঞ্জ। তার বিরুদ্ধে ১৮টি মামলার তদন্ত শুরু করে মার্কিন বিচার বিভাগ। সেসময় লন্ডনে গিয়ে আত্মসমর্পণ করেন অ্যাসাঞ্জ। জামিনে মুক্তি পাওয়ার পর দুই বছর ছিলেন আত্মগোপনে।

এ সম্পর্কিত আরও পড়ুন মুক্ত | জীবনে | অ্যাসাঞ্জ | ফিরেছেন | জন্মভূমি | অস্ট্রেলিয়ায়