ক্রিকেট

পাওয়ারপ্লেতে কোহলি ও পান্টকে হারালো ভারত

পাওয়ারপ্লেতে কোহলি ও পান্টকে হারালো ভারত
ভারত-ইংল্যান্ড দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ চলছে। বৃষ্টির কারণে কিছুটা দেরিতে শুরু হলো আজকের ম্যাচটি। প্রভিডেন্সের মাঠে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। পাওয়ারপ্লের প্রথম ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৬ রান তুলেছে ভারত। দলটি ভিরাট কোহলি ও রিশাব পান্টের উইকেট হারিয়েছে। ভারতের ব্যাটাররা অনেকটা মারমুখী ব্যাটিং শুরু করছিল প্রথমেই। রোহিত শর্মার ব্যাট চলছিল। ভিরাট কোহলিও নিজের ভূমিকা রাখতে চেষ্টা করলেন রিস টপলির দ্বিতীয় ওভারে। দুর্দান্ত একটি ছক্কা হাঁকানোর পরের বলে ফিরতে হয়েছে তাকে। সরাসরি বোল্ডে তাকে ফিরিয়েছেন টপলি। এরপর রিশাব পান্টের সাথে ব্যাট চালান রোহিত। চেষ্টা করতে থাকেন বড় শট খেলার। সফলও হয়েছেন। টপলির তৃতীয় ওভারেই নিজের দক্ষতা দেখিয়ে ২ টি বাউন্ডারি তুলে নিয়েছেন এই ব্যাটার। পাওয়ারপ্লের শেষ ওভার করতে আসেন স্যাম কারেন। এই বোলারের দ্বিতীয় ডেলিভারিতে মিডউইকেটে ক্যাচ দিয়ে ফিরেছেন রিশাব পান্ট। ব্যাটে কেবলই ৬ বলে ৪ রান আসে। প্রথম ৬ ওভার শেষে রোহিত শর্মা ১৮ বলে ২৬ রানে এবং নতুন ব্যাটার সূর্যকুমার যাদব ৩ বলে ৫ রানে অপরাজিত আছেন।   এম/এইচ  

এ সম্পর্কিত আরও পড়ুন পাওয়ারপ্লেতে | কোহলি | ও | পান্টকে | হারালো | ভারত