পর্যটন

যে কারণে কক্সবাজারে বন্ধ প্যারাসেইলিং

যে কারণে কক্সবাজারে বন্ধ প্যারাসেইলিং
সম্প্রতি কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে দড়ি ছিড়ে আকাশ থেকে সমুদ্রে পড়ে গিয়ে শারিরিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন এক পর্যটক। ভুক্তভোগীর মামলার প্রেক্ষিতে তদন্ত শুরু হলে গেলো ১০ জুন থেকে সৈকতে প্যারাসেইলিং সাময়িক বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। গেলো শুক্রবার (২৪ মে) কক্সবাজার মেরিন ড্রাইভের  দরিয়ানগর বীচ এলাকায় ফ্লাই এয়ার সী স্পোর্টস প্যারাসেইলিংয়ের দড়ি ছিড়ে আফসান জ্যাবিন অদিতি নামে এক পর্যটক আহত হন বলে বায়ান্ন টিভিকে নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ও  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স  কক্সবাজার জেলার উপসহকারী পরিচালক অতীশ চাকমাকে। এ ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, ভুক্তভোগী ঘটনার পরে কক্সবাজার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২৯ মে মামলা দায়ের করেন । ওই মামলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কক্সবাজার জেলার উপসহকারী পরিচালককে  তদন্ত কর্মকর্তা নিযুক্ত করা হয়। এরই প্রেক্ষিতে গেলো ২৬ জুন তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বাদি ও বিবাদীর স্বাক্ষ্যগ্রহণ করেন তিনি। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন কারণে | কক্সবাজারে | বন্ধ | প্যারাসেইলিং