জাতীয়

ফের সাদিক এগ্রোর দখলকৃত খাল উদ্ধারে ডিএনসিসি

ফের সাদিক এগ্রোর দখলকৃত খাল উদ্ধারে ডিএনসিসি
রাজধানী ঢাকার মোহাম্মদপুরে আলোচিত সাদিক এগ্রোর দখলকৃত খাল উদ্ধারে আবারও অভিযান পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। শনিবার (২৯ জুন) সকাল ১১টায় অভিযান শুরু হয়। সরেজমিন দেখা যায়, একটি এসকেভেটর দিয়ে খালে জমে থাকা আবর্জনা পরিষ্কার করা হচ্ছে। এর আগে, গেলো বৃহস্পতিবার (২৭ জুন) করপরেশনের নিজস্ব জমি, খাল ও রাস্তা দখল করে গড়ে তোলা ৬০টির বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ডিএনসিসি। এ সময় প্রায় ১০ বিঘা নিজস্ব সম্পত্তি উদ্ধার করা হয়। পরদিন থেকে খালের দখল করা অংশে শুরু হয় উচ্ছেদ অভিযান। আজ আবর্জনা পরিষ্কারের পাশাপাশি নকশা ধরে খালের দরকারি জায়গায় খনন করছে ডিএনসিসি। কেএস/

এ সম্পর্কিত আরও পড়ুন ফের | সাদিক | এগ্রোর | দখলকৃত | খাল | উদ্ধারে | ডিএনসিসি