ক্রিকেট

রোহিত ফাইনাল হারলে বার্বাডোজের সমুদ্রে ঝাঁপ দেবে: গাঙ্গুলি

রোহিত ফাইনাল হারলে বার্বাডোজের সমুদ্রে ঝাঁপ দেবে: গাঙ্গুলি
প্রায় সাত মাসের মধ্যে আরেকটি ফাইনাল খেলতে যাচ্ছে রোহিত শর্মা ও তার দল। ভারতের ঝুলিতে সবশেষ ওডিআই বিশ্বকাপ ফাইনাল খেলার স্মৃতি আছে। যদিও অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি হারের কারণে, সেটা দুঃখের স্মৃতি হয়েই আছে। এবার আবার সুযোগ এসেছে ভারতের সামনে। রোহিতের অধিনায়কত্বে কী করে এই দল, সেদিকে তাকিয়ে বিশ্ব। ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি কথা বলেছেন ফাইনালের আগে। বাংলাদেশ সময় আজ, শনিবার রাত সাড়ে ৮ টায় মাঠে নামবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। বার্বাডোজের মাটিতে নামতে যাচ্ছে দুই দল। সেখানে সুন্দর সমুদ্র আছে। এই ম্যাচের আগে রোহিতের প্রসঙ্গে সৌরভ বলেন, 'আমার মনে হয় না সে ছয়-সাত মাসের মধ্যে দুইটি বিশ্বকাপ ফাইনাল হারতে পারে। সে সম্ভবত বার্বাডোজের সমুদ্রে ঝাঁপ দেবে, যদি সে নিজের অধীনে সাত মাসের মধ্যে দুইটি ফাইনাল হারে।' রোহিত সামনে থেকে দলের নেতৃত্ব দিয়েছে। দলকে ফাইনালে তুলেছে। নেতৃত্বগুণেও তার প্রশংসা করতে কোনো কার্পন্য করেননি গাঙ্গুলি। ফাইনালে ভারতকে শুভকামনা জানিয়েছেন এই সাবেক অধিনায়ক।   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন রোহিত | ফাইনাল | হারলে | বার্বাডোজের | সমুদ্রে | ঝাঁপ | দেবে | গাঙ্গুলি