আন্তর্জাতিক

শিশুটির আঘাত পায়ে, অস্ত্রোপচার হলো গোপনাঙ্গে!

শিশুটির আঘাত পায়ে, অস্ত্রোপচার হলো গোপনাঙ্গে!
৯ বছর বয়সী একটি ছেলে শিশু পায়ে আঘাত পেয়েছিল । তারপরই শিশুটিকে নিয়ে চিকিৎসকের কাছে যায় তার পরিবার। পরামর্শ দেওয়া হয় অস্ত্রোপচারের। পরিবারও চিকিৎসকের কথায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। তবে অস্ত্রোপচারের  দিন  চিকিৎসক পায়ের বদলে শিশুটির গোপনাঙ্গে অস্ত্রোপচার করেছেন। এমন অভিযোগ করেছে শিশুটির পরিবার। অভিযোগের পর তদন্ত শুরু করেছেন থানে সিভিল হাসপাতালের সিভিল সার্জন। টাইমস অব ইন্ডিয়াসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ভারতের মহারাষ্ট্রের শাহাপুর এলাকার স্থানীয় এক হাসপাতালে এই ভুল অস্ত্রোপচারের অভিযোগ পাওয়া গেছে। পরে ভুক্তভোগীর পরিবার শাহাপুর থানায় ওই হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ দায়ের করে। অভিযোগে বলা হয়েছে, অস্ত্রোপচারের দিন চিকিৎসক ওই শিশুটি ছাড়া আরও তিনজনের অন্ত্রোপচার করেন। আর এই কারণে বিভ্রান্তিতে পড়ে পায়ের আঘাতের স্থানের পরিবর্তে ওই শিশুটির গোপনাঙ্গে অস্ত্রোপচার করেন। তবে চিকিৎসকদের দাবি,তারা পায়ে অস্ত্রোপচারের পাশাপাশি সঠিকভাবে শিশুটির খৎনা করে দিয়েছেন। কারণ ছেলেটির পুরুষাঙ্গের আবরণ ত্বকে সমস্যা ছিল। শাহাপুরের সারাভালি গ্রামে বসবাস করে ভুক্তভোগী শিশুটির পরিবার। স্কুলগামী শিশুটির বাবা দিনমজুর এবং মা গৃহকর্মীর কাজ করেন। এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন শিশুটির | আঘাত | পায়ে | অস্ত্রোপচার | হলো | গোপনাঙ্গে