আর্কাইভ থেকে বাংলাদেশ

পশ্চিমবঙ্গে নির্বাচনী উত্তাপ, বিজেপি-তৃণমূল সংঘর্ষে নিহত এক

পশ্চিমবঙ্গে নির্বাচনী উত্তাপ, বিজেপি-তৃণমূল সংঘর্ষে নিহত এক

ভারতের পশ্চিমবঙ্গ অঙ্গরাজ্যে বিধানসভা নির্বাচনের দিন যতই এগিয়ে যাচ্ছে, সহিংসতা ততোই বেড়ে চলেছে। তৃণমূল-বিজেপির মধ্যে সংঘর্ষে এক তৃণমূল কর্মীর মৃত্যুর অভিযোগ ঘিরে রাজ্যটিতে চাঞ্চল্য ছড়িয়েছে।

ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দ জানায়, রোববার রাতে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামের পিন্ডরাকুলি গ্রামে ঘটনাটি ঘটেছে। নিহত তৃণমূল কর্মীর নাম দুর্গা সোরেন।

 নিহতের স্ত্রী সাকরো সোরেন গণমাধ্যমকে জানান, আমায় ও আমার স্বামীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে বিজেপি কর্মীরা। এ নিয়েই ঝামেলার শুরু। এরপর তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতি হয়।

তৃণমূলের আগুইবনি অঞ্চলের সভাপতি জগদীশ মাহাতো জানান, গণ্ডগোলের ঘটনায় আমাদের কর্মী দুর্গা সোরেন মারা গেছে।

সংঘর্ষের পর আহত অবস্থায় দুর্গা সোরেনকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায়ের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশ বাহিনী যায় ঝাড়গ্রাম জেলা হাসপাতালে।

গণমাধ্যমকে ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায় জানান, ঘটনার কথা শুনেছি। কী কারণে মারা গেছে, তা এখনই বলা সম্ভব নয়। ময়নাতদন্তের পর বলা যাবে। আমরা তদন্ত করে বিষয়টি দেখছি।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন পশ্চিমবঙ্গে | নির্বাচনী | উত্তাপ | বিজেপিতৃণমূল | সংঘর্ষে | নিহত | এক