আর্কাইভ থেকে বাংলাদেশ

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হলেন লিজ ট্রাস

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হলেন লিজ ট্রাস

ভোটাভুটির পালা শেষ হয়েছিল আগেই। বাকি ছিল ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণার। চূড়ান্ত পর্বে প্রধানমন্ত্রী হতে লাড়াই করেন ব্রিটেনের প্রাক্তন চ্যান্সেলর এবং অর্থমন্ত্রী ঋষি সুনাক ও বরিস সরকারের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস।

শেষ পর্যন্ত লিজ ট্রাসকে বেছে নিয়েছেন কনজারভেটিভের ১ লাখ ৬০ হাজার ভোটার সদস্য। লিজ ট্রাস পেয়েছে ৮১ হাজার ৩২৬ ভোট। ঋষি সুনাক পেয়েছেন ৬০ হাজার ৩৯৯ ভোট।

স্থানীয় সময় সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হয়।

পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস ও সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাকের মধ্য থেকে একজনকে বরিস জনসনের উত্তরসূরি হিসেবে বেছে নিতে গেলো ৪ আগস্ট থেকে ভোট গ্রহণ শুরু হয়। কনজারভেটিভ পার্টির সদস্যরা অনলাইন ও ডাকযোগে ভোট দিয়েছেন। প্রায় এক মাস ধরে চলা ভোটাভুটি শেষ হয় শুক্রবার বিকেল পাঁচটায়। স্থানীয় সময় আজ সোমবার দুপুরে ভোটের ফলাফল ঘোষণা করা হয়। এর এক দিন পরই ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন জনসন।

নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণার পর আনুষ্ঠানিক কিছু পর্ব রয়েছে। জনসমক্ষে ফল ঘোষণার ১০ মিনিট আগে সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী ভোটের ফল জানতে পারেন। তার পরে প্রকাশ্যে সংক্ষিপ্ত ভাষণ দেবেন তিনি। সাধারণত ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ বাকিংহাম প্রাসাদে নতুন প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক ভাবে নিয়োগ করেন। সেটাই রীতি। এ বার তার ব্যতিক্রম হবে। এই প্রথম ইংল্যান্ডের বাইরে কেউ ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদে নিযুক্ত হবেন। চলাফেরায় অসুবিধার কারণ রানি এখন স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে। নয়া নির্বাচিত প্রধানমন্ত্রী সেখানে গিয়ে রানির হাত থেকে নিয়োগপত্র নেবেন।

এ সম্পর্কিত আরও পড়ুন ব্রিটেনের | নতুন | প্রধানমন্ত্রী | লিজ | ট্রাস