আর্কাইভ থেকে বাংলাদেশ

দুই ছক্কায় ফাইনালে পাকিস্তান

দুই ছক্কায় ফাইনালে পাকিস্তান

ওভারের শেষ দিকে এসে একের পর এক উইকেট হারিয়ে পাকিস্তান যখন দেওলিয়ার পথে, তখনই ধুমকেতুর মতো হাজির হন লোয়ার অর্ডারের ব্যাটার নাসিম শাহ।

কখনো কখনো বোলারই হয়ে উঠেন ভয়ঙ্কর ব্যাটার সেই প্রমাণই দেখালেম নাসিম।

ইতিহাসের অন্যতম সেরা এক ম্যাচের সাক্ষী হলো শারজা ক্রিকেট স্টেডিয়াম। রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ ওভারে টানা দুই ছক্কা হাঁকিয়ে পাকিস্তানকে অবিশ্বাস্য এক জয় এনে দিলেন নাসিম শাহ।

শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ১১ রান, হাতে ছিল এক উইকেট। বোলার ছিলেন ফজলহক ফারুকি, যিনি কিনা শুরুর ওভারে বাবর আজমকে ফিরিয়েছিলেন দারুণ এক বলে, রানের খাতা খোলার আগেই।

এ অবস্থায় পরিষ্কার ফেভারিট ছিল আফগানিস্তানই। সেই অবস্থা থেকে পাকিস্তান হাসল শেষ হাসিটা। কারণ বাবরদের দলে যে একজন নাসিম শাহ ছিলেন!

এশিয়া কাপে ইতিহাসের অন্যতম শ্বাসরুদ্ধকর ম্যাচ শেষে ১ উইকেটের জয় পেল পাকিস্তান, নিশ্চিত করে ফেলল ফাইনাল। সঙ্গে সঙ্গে বিদায়ঘণ্টা বেজে গেল চিরপ্রতিদ্বন্দ্বী ভারতেরও।

বাবরদের সামনে আফগানরা লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল ১৩০ রানের।পাকিস্তান ৯ উইকেট হারিয়ে শেষ ওভারেই বাজিমাত করলো। ৪ বল বাকি থাকতেই দুই ছক্কা হাকিয়ে জয়টা তুলে নিলো।

এ সম্পর্কিত আরও পড়ুন দুই | ছক্কায় | ফাইনালে | পাকিস্তান