বর্ষা মৌসুম মানেই বাতাসে থাকে অতিরিক্ত আর্দ্রতা। ঘরের মধ্যে কেমন যেন ভ্যাপসা গন্ধ, স্যাঁতস্যাতে ভাব। ঝমঝমানো বৃষ্টির জের এসে পড়ে বাড়ির অন্দরেও। বাড়তি যত্নের দরকার পড়ে আসবাবপত্রের। চামড়ার ব্যাগ-জুতোতেও এই সময় সাদা ছোপ পড়ে যায়। জামাকাপড়েও কেমন যেন গন্ধ ছাড়ে। বর্ষায় কীভাবে যত্নে রাখবেন বাড়ির জিনিসপত্র?
আসবাবপত্র
ঘরে লোহার আসবাব যেমন থাকে, তেমন থাকে কাঠেরও। বর্ষার দিনে লোহার আসবাবপত্রে মরচে ধরার সম্ভাবনা বেড়ে যায়। বিশেষত মেঝের সংস্পর্শে থাকলে রট আয়রনের খাট, আলমারির পায়াগুলিতে মরচে ধরতে পারে। তাই কাঠ বা প্লাস্টিকের কোনও স্ট্যান্ড ব্যবহার করতে পারেন। কাঠের আসবাবেও এই সময় ছত্রাকের আক্রমণ হতে পারে। বিশেষত, ভিজে ভাব থাকলে। বর্ষার আগে কাঠের আসবাবপত্র একবার বার্নিশ করিয়ে নিন।
কাপড়
আধভেজা কাপড় কাচার জন্য ফেলে রাখবেন না। এতে কাপড়ে খারাপ গন্ধ হয়ে যায়। বর্ষার সময় কাপড়কাচা সাবানের সঙ্গে এক চামচ ভিনিগার বা বেকিং সোডা মিশিয়ে কেচে নিন। ড্রায়ারে শুকিয়ে নিন। এর পরেও কিছুটা ভিজে ভাব থাকে। রোদ না থাকলে পাখার হাওয়ায় কাপড় মেলে দিন। ভাল ভাবে শুকোলে তবেই আলমারিতে তুলুন। বর্ষার মৌসুমে আলমারির ভিতরও স্যাঁতসেঁতে হয়ে থাকে। জামাকাপড়ে ন্যাপথলিনের পাশাপাশি শুকনো নিমপাতা, কর্পূর রাখতে পারেন। এতে কাপড় চট করে পোকায় কাটবে না।
মোবাইল
বর্ষার দিনে সবচেয়ে বেশি পানি লাগে মোবাইলে। পানি লাগলে শুকনো কাপড় দিয়ে মোবাইল মুছে নিন। পাশাপাশি, পানি যাতে না লাগে, তার জন্য বর্ষার দিনে বের হলে প্লাস্টিকের কভার পরিয়ে রাখুন।
চামড়ার জিনিস
বর্ষায় চামড়ার জিনিসে ছত্রাকের আক্রমণ বেড়ে যায়। জুতো হোক বা ব্যাগ, সাদা সাদা তুলোর মতো ছোপ দেখা যায়। বর্ষার মৌসুমে আসার আগেই পরিষ্কার কাপড়ে ব্যাগ, জুতো মুড়ে রাখতে পারেন।
কেএস/