জাতীয়

চীন-ভারত তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় : প্রতিমন্ত্রী

চীন-ভারত তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় :  প্রতিমন্ত্রী
তিস্তা প্রকল্পে চীন সম্ভাব্যতা যাচাই করেছে। এ প্রকল্পে ভারত এবং চীন দুই দেশই ফান্ড দিতে চাচ্ছে। আমাদের ভালো খবর হলো, ভারত এবং চীন এ প্রকল্পে একত্রে কাজ করতে রাজি হয়েছে। বললেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মুহিববুর রহমান। রোববার (৭ জুলাই) সচিবালয়ে  দেশের বন্যা পরিস্থিতি নিয়ে আন্ত:মন্ত্রণালয় সভা শেষে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। মুহিববুর রহমান বললেন, এ প্রকল্পের বিষয়ে  প্রধানমন্ত্রী পরিস্কারভাবে বলেছেন, কার কাছে থেকে অর্থ নিলে দেশ উপকৃত হবে, বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ থাকবে, তার থেকেই  অর্থ নেয়া হবে। এটাই হলো সবচেয়ে বড় দেশপ্রেমের কথা। প্রতিমন্ত্রী বলেন, বন্যার পানি আসলেই দ্রুত সেটা ড্রেজিং করে বঙ্গোপসাগরে নিয়ে যেতে হবে। এই তিস্তা ব্যারেজ কিন্তু এই প্রকল্পের একটি অংশ। উজান থেকে পানি আসলে তো সরকারের করার কিছুই নেই। বন্যার যাতে দ্রুত নিস্কাশন করা যায় সে বিষয়ে বর্তমান সরকার কাজ করছে। তিনি বলেন, বন্যার পানি নিস্কাশনের বিষয়ে বরাদ্দকৃত অর্থ থেকে ডিসিদের আঞ্চলিকভাবে ব্যবহারের ক্ষমতা দেয়া হয়েছে। তারা চাইলে এ অর্থ ব্যয় করে তাৎক্ষণিক সমস্যা মোকাবিলা করতে পদক্ষেপ নিতে পারবেন। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন চীনভারত | তিস্তা | প্রকল্পে | সহায়তা | করতে | চায় | | | প্রতিমন্ত্রী