বাংলাদেশ

এবার সকাল-সন্ধ্যা বাংলা ব্লকেড কর্মসূচি কোটা বিরোধীদের

এবার সকাল-সন্ধ্যা বাংলা ব্লকেড কর্মসূচি কোটা বিরোধীদের
এবার সরকারি চাকরির সকল গ্রেডে ৫ শতাংশ কোটা রাখার দাবি জানিয়ে, আগামীকাল ১০ জুলাই সারাদেশে সকাল-সন্ধ্যা বাংলা ব্লকেড কর্মসূচি দিয়েছেন সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (৯জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আগের দাবির বদলে বর্তমানে শিক্ষার্থীদের এক দফা দাবি হলো- সকল গ্রেডে সকল প্রকার অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে নূন্যতম পর্যায়ে এনে সংসদে আইন পাস করে কোটা পদ্ধতিকে সংশোধন করতে হবে। আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ জানান,তাদের মূল দাবিটা মূলত নির্বাহী বিভাগের কাছে। তাঁরা শিক্ষার্থীদের সাথেও সমন্বয় করেছেন।  মাঠ পর্যায়ে জরিপ ও সর্বসম্মতিক্রমে ৫ শতাংশ কোটা রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মুক্তিযোদ্ধার সন্তান, ক্ষুদ্র-নৃগোষ্ঠী ও প্রতিবন্ধী কোটা থাকবে। সমন্বয়ক সারজিস আলম জানান, যদি নির্বাহী বিভাগ থেকে লিখিত ডকুমেন্ট বা পরিপত্র জারি করে যদি নিশ্চিত করা হয় যে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সকল গ্রেডে যৌক্তিক সংস্কার করা হবে তাহলে তাঁরা আনন্দ মিছিল করে রাজপথ ছেড়ে পড়ার টেবিলে ফিরে যাবেন। উল্লেখ্য, দুপুরে ঢাবির দুই দুজন শিক্ষার্থী হাইকোর্টে আপিল করেছেন। যারা আপিল করেছেন তারা এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত নয় বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন এবার | সকালসন্ধ্যা | বাংলা | ব্লকেড | কর্মসূচি | কোটা | বিরোধীদের