জাতীয়

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ জাবি শিক্ষার্থীদের

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ জাবি শিক্ষার্থীদের
সপ্তম দিনের মতো কোটা বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। বুধবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এক দফা দাবিতে বিশ্ববিদ্যালয় থেকে কেন্দ্রীয় শহীদমিনারে জড়ো হন শিক্ষার্থীরা। এরপর ব্যানার হাতে মিছিল নিয়ে মহাসড়কের ডেইরি এলাকায় ব্যারিকেড দিয়ে অবরোধ শুরু করেন তারা। এ সময় মিছিলে শিক্ষার্থীদের ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘৭১ এর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ প্রভৃতি স্লোগান দিতে শোনা যায়। শিক্ষার্থীদের এক দফা দাবি হলো: সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাস করে কোটা পদ্ধতি সংস্কার করা। অবরোধকালে শিক্ষার্থীরা বলেন, এত বছর পরও মুক্তিযোদ্ধার সেই অন্তর্বর্তীকালীন সিস্টেম পার হয়নি? এখন মুক্তিযোদ্ধাদের তৃতীয় প্রজন্মের জন্য ৩০ শতাংশ কোটা প্রথা বহাল রাখার যৌক্তিকতা নেই। আমরা এই কোটা প্রথার যৌক্তিক সংস্কার চাই। কেএস/

এ সম্পর্কিত আরও পড়ুন ঢাকাআরিচা | মহাসড়ক | অবরোধ | করে | বিক্ষোভ | জাবি | শিক্ষার্থীদের