ক্রিকেট

ওয়াহাব ও রাজ্জাককে বরখাস্ত করলো পিসিবি

ওয়াহাব ও রাজ্জাককে বরখাস্ত করলো পিসিবি
পাকিস্তান দলের নির্বাচক প্যানেলের নড়বড়ে অবস্থার কথা জানা যাচ্ছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপে যখন ব্যর্থতার মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান, তখন প্রশ্ন উঠেছিল ম্যানেজমেন্টের বেশ কিছু বিষয় নিয়ে। যার মধ্যে ছিল নির্বাচক প্যানেল। এবার সেখান থেকে বরখাস্ত করা হলো ওয়াহাব রিয়াজ ও আবদুল রাজ্জাককে। পুরুষ ও নারী দলের নির্বাচক প্যানেলের দায়িত্ব নিয়েছিলেন রাজ্জাক। এখন উভয় দল থেকেই বরখাস্ত হলেন তিনি। চলতি বছরের শুরুতে ওয়াহাবকে প্রধান নির্বাচক থেকে সরিয়ে দেওয়া হয়। তবে নির্বাচক প্যানেলের একজন ছিলেন তিনি। যে প্যানেলে কোনো প্রধান নির্বাচক ছিল না। বুধবার (১০ জুলাই) এক বিবৃতির মাধ্যমে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, জাতীয় নির্বাচক প্যানেলে তাদের সার্ভিস আর নিচ্ছে না পাকিস্তান। গত ৪ বছরে ৬ জন প্রধান নির্বাচক বদলেছে পিসিবি। ওয়াহাব ও রাজ্জাককে অপসারিত করার পর আর ৫ জন সদস্য আছে নির্বাচক প্যানেলে। তারা হলেন; একেকটা সংস্করণের প্রধান কোচ ও অধিনায়ক, মোহাম্মদ ইউসুফ, আসাদ শফিক, বিলাল আফজাল এবং একজন ডাটা অ্যানালিস্ট।   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন ওয়াহাব | ও | রাজ্জাককে | বরখাস্ত | করলো | পিসিবি