আর্কাইভ থেকে বাংলাদেশ

পাকিস্তানে বন্যার মতো ‘জলবায়ু হত্যাকাণ্ড’ কখনো দেখননি গুতেরেস

পাকিস্তানে বন্যার মতো ‘জলবায়ু হত্যাকাণ্ড’ কখনো দেখননি গুতেরেস

পাকিস্তানে বন্যার আকারে ‘জলবায়ু হত্যাকাণ্ড’ কখনও দেখিনি। জলবায়ু পরিবর্তনের কারণে দেশগুলো এতো ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে। আর এই পরিবর্তনের জন্য ধনী দেশগুলোই দায়ী। বললেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

ভয়াবহ বন্যা মোকাবিলা করছে পাকিস্তান। বন্যায় বহু মানুষের প্রাণহানি হয়েছে এবং অবকাঠামো ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিতে বাস্তব অবস্থা সচক্ষে দেখতে বন্যা-বিধ্বস্ত পাকিস্তান সফর করছেন জাতিসংঘের মহাসচিব।

শনিবার (১০ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার দেয়া এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

আন্তোনিও গুতেরেস বলেন, আমি আজ যা দেখেছি তা বর্ণনা করার মতো কোনো শব্দ আমার কাছে নেই।

তিনি বলেন, তার সফর পাকিস্তানের জন্য সহায়তা জোগাবে। গত শুক্রবার দেশটিতে পৌঁছানোর পরপরই জাতিসংঘের প্রধান পাকিস্তানের জন্য ব্যাপক বৈশ্বিক সহায়তার আহ্বান জানিয়েছিলেন।

দক্ষিণ এশিয়ার এই দেশটিতে চলমান এই বন্যায় প্রায় ১৪০০ জন মারা গেছেন এবং ১০ লাখেরও বেশি লোক বন্যায় গৃহহীন হয়েছেন। এছাড়া ভয়াবহ এই বন্যায় পাকিস্তানের প্রায় এক-তৃতীয়াংশ পানিতে তলিয়ে গেছে। একইসঙ্গে উচ্চ মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক সংকটের সম্মুখীন এই দেশটিতে বন্যায় ব্যাপক ফসলহানিও হয়েছে।

তাসনিয়া রহমান

 

এ সম্পর্কিত আরও পড়ুন পাকিস্তানে | বন্যার | মতো | জলবায়ু | হত্যাকাণ্ড | কখনো | দেখননি | গুতেরেস