দেশজুড়ে

ফেলানীর মতো আর কাউকে কাঁটাতারে ঝুলে থাকতে দেখতে চাই না: সারজিস

ছবি: সংগৃহীত

বাংলাদেশের সীমান্তে ফেলানীর মতো কোনো হত্যাকাণ্ড চান না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। ভবিষ্যতে এমন কোনো ঘটনা ঘটলে তার বিচার করতে হবে বলে জোরালোভাবে জানিয়েছেন তিনি। 

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও শহরের বড় মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভায় এসব কথা বলেছেন সারজিস।

সভায় সমন্বয়ক সারজিস বলেন, যদি হিন্দু সম্প্রদায়ের মানুষ নির্বাচনে ভূমিকা রাখে তাহলে কেন অবৈধভাবে সীমান্তের দিকে ঝুঁকতে হবে। নিজের ভোটাধিকার প্রয়োগে নির্দিষ্ট একটি মার্কা অর্থাৎ নৌকা মার্কায় নিজেকে ফিক্সড করে রাখায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। সে কারণে আপনাদের মূল্য কমে গেছে।

সারাজীবন নৌকায় ভোট দেয়া সংখ্যালঘুদের সবচেয়ে বড় দুর্বলতা বলে উল্লেখ করেছেন সারজিস।

বক্তব্যে তিনি আরও যোগ করেন; ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট হওয়ার পাশাপাশি আপনাদের মেধাবী সৎ রাজনীতিবিদ হয়ে উঠতে হবে। যদি সংসদে যোগ্য মানুষেরা না যেতে পারে, তাহলে ওই সংসদে তুলনামূলক অযোগ্য ওই চেয়ারটায় বসবে।

ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় ছাত্র আন্দোলনের অন্যান্য সমন্বয়ক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন সারজিস আলম