দেশজুড়ে

কুমিল্লায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

কুমিল্লায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া
সরকারি চাকরিতে ৫ শতাংশের বেশি কোটা বাতিলের দাবিতে চলমান আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি)  আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয় সংলগ্ন প্রত্নতত্ত্ব অধিদপ্তর ভবনের সামনের সড়কে এ ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী। জানা যায়,  বিশ্ববিদ্যালয় থেকে থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উদ্দেশ্যে শিক্ষার্থীরা রওনা দিলে যাবার পথে আনসার ক্যাম্প সংলগ্ন রাস্তায় পুলিশরা তাদের বাধা দেয়। এতে উভয়ের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
No description available.
No description available.
এ সময় পুলিশ ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। আহত শিক্ষার্থীদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের অতিরিক্ত এএসপি এমরানুল হক মারুফ বলেন, প্রতিদিন এভাবে রাস্তা ব্লক করে রাখা দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর। তাই পুলিশ শিক্ষার্থীদের বাঁধা দিতে এখানে এসেছি। শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে তিনি বলেন, বিষয়টি অনাকাঙ্ক্ষিত। এবিষয়ে তাঁরা পরে ব্যবস্থা নিবেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন জনিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। বর্তুমানে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন কুমিল্লায় | আন্দোলনরত | শিক্ষার্থীদের | সঙ্গে | পুলিশের | ধাওয়া | পাল্টা | ধাওয়া